ISL: প্রথম ম্যাচেই জয় নর্থ ইস্টের, হার মহামেডানের! কী বলছেন দুই দলের কোচ?
শুরুটা ভালো হল না মহামেডানের (Mohammedan Sporting Club)। আইএসএল-এর (Indian Super League 2024-25) লড়াইতে সোমবার, নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হল সাদাকালো ব্রিগেড।
18

Image Credit : MEDIA TEAM
কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে প্রথম ম্যাচেই হার
লড়াই করল মহামেডান। কিন্তু অজস্র সুযোগ নষ্টের খেসারত দিতে হল সাদাকালো ব্রিগেডকে।
28
Image Credit : MEDIA TEAM
পাল্টা লড়াই দিল নর্থ ইস্টও
একাধিক গোলের সুযোগ তৈরি করে তারা।
38
Image Credit : MEDIA TEAM
তবে ম্যাচের নির্ধারিত সময়ে গোলের দেখা মেলেনি
খেলার অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি আসে।
48
Image Credit : MEDIA TEAM
একেবারে শেষমুহূর্তে গোল
ম্যাচের ৯৪ মিনিটে, আলাদিন আজারাইয়ের গোলে জয় হাসিল করে নর্থ ইস্ট ইউনাইটেড।
58
Image Credit : MEDIA TEAM
ম্যাচের পর আন্দ্রে চেরনিশভ কী জানালেন?
তাঁর মতে, “আমাদের অনেক উন্নতি প্রয়োজন। আমরা বেশ কিছু ভালো শট নিয়েছি। কিন্তু গোল করতে পারিনি।”
68
Image Credit : MEDIA TEAM
তিনি আরও যোগ করেন
চেরনিশভের কথায়, “এটা আমাদের প্রথম ম্যাচ ছিল। আমরা ভালো ফুটবল খেলেছি। তবে ভুলগুলো শুধরে নিয়ে পরের ম্যাচে নামতে হবে। এটাই ফুটবল।”
78
Image Credit : MEDIA TEAM
অপরদিকে বেজায় খুশি নর্থ ইস্ট ইউনাইটেড কোচ
জুয়ান পেদ্রো বেনালি জানিয়েছেন, “তিন পয়েন্ট পেয়ে আমি খুশি। তবে আমাদের আরও ভালো খেলা উচিৎ ছিল।”
88
Image Credit : MEDIA TEAM
আর কী কী বললেন তিনি?
আমরা প্রথমার্ধে ভালো খেলতে পারিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে ছেলেরা ভালো খেলেছে। একের পর এক আক্রমণ তুলে এনেছে। জিততে পেরে ভালো লাগছে।”
Latest Videos