Indian Super League: আইএসএল-এর ভবিষ্যৎ কী? সেই জল্পনাই যেন এখন তুঙ্গে।
Indian Super League: ভারতীয় ফুটবল ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তা। আইএসএল-এর ভবিষ্যৎ কী? সেই জল্পনাই যেন এখন তুঙ্গে। রীতিমতো চিন্তায় সমর্থকরা। কারণ, এখন কোনও সিদ্ধান্ত নিতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ।
সুপ্রিম কোর্টে চলছে মামলা
এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, ফেডারেশনের উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে আইএসএলের সমস্ত ক্লাব। শোনা যাচ্ছে, বাধ্য হয়েই ক্লাবগুলিকে আইনি পরামর্শের অনুরোধ জানিয়েছে এআইএফএফ। প্রসঙ্গত, আগের মাসেই সর্বভারতীয় ফুটবল ফেডারশনকে একটি চিঠি দেয় আইএসএল-এর ক্লাবগুলি। তাদের যুক্তি ছিল, জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে শুনানির আবেদন করুক এইআইএফএফ।
উল্লেখ্য, ফেডারেশনের সংবিধান সংক্রান্ত শুনানি শেষ না হওয়া পর্যন্ত, আইএসএল-এর এই আইনি জট কাটা সম্ভব নয়। সেই চিঠিতে ক্লাবগুলি হুঁশিয়ারি দেয় যে, ফেডারেশন যদি উপযুক্ত পদক্ষেপ না নেয়, তাহলে তারা নিজেরাই আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
এবার তাই চাপে পড়ে, আইএসএল-এর ক্লাবগুলির কাছে অনুরোধ জানিয়েছে এআইএফএফ
ফেডারেশন এবং এগারোটি ক্লাবের আইনি দলকে এক জায়গায় এনে আলোচনার অনুরোধ জানানো হয়েছে। এবার সেই আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও অনুরোধ জানিয়েছেন কল্যাণ চৌবে এবং ফেডারেশন। তার পরিপ্রেক্ষিতে ক্লাবগুলি ঠিক কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।
প্রসঙ্গত, গত ১১ জুলাই ক্লাবগুলিকে একটি চিঠি পাঠিয়ে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড তথা এফএসডিএল জানিয়ে দেয় যে, আইএসএল আপাতত মুলতুবি রাখা হচ্ছে। সেই চিঠিতে তারা লেখে, তাদের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে স্বাক্ষরিত হওয়া মাস্টার্স রাইটস্ এগ্রিমেন্ট (এমআরএ) আগামী ৮ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ, আগামী সেপ্টেম্বর মাসে আইএসএল শুরু হলেও এক-তৃতীয়াংশ সময়ের মধ্যেই সেই চুক্তি শেষ হয়ে যাবে।
এবার নতুন করে চুক্তি সই নিয়ে কয়েকমাস আগে আলোচনা শুরু হলেও, সেখান থেকে কোনওরকম সমাধানসূত্র পাওয়া যায়নি। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, ডিসেম্বর মাসের পর, আর কোনও চুক্তি থাকছে না। তাই ২০২৫-২৬ মরশুমে আইএসএল-এর পরিকল্পনা, আয়োজন কিংবা বাণিজ্যিকীকরণ করা এফএসডিএল-এর পক্ষে সম্ভব নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


