সংক্ষিপ্ত

শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর কলকাতা ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। তার আগেই নতুন বিদেশি চূড়ান্ত করে ফেলল লাল-হলুদ।

কলকাতা ডার্বিতে ৪ জন বিদেশি ফুটবলারকে নিয়েই খেলছে ইস্টবেঙ্গল। তবে হেভিয়ের সিভেরিও টোরোর পরিবর্তে নতুন বিদেশি স্ট্রাইকার চূড়ান্ত হয়ে গেল। কোস্টারিকার স্ট্রাইকার ফেলিসিও ব্রাউন ফোর্বসকে সই করাল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবারই সিভেরিওকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। এই স্প্যানিশ স্ট্রাইকার যোগ দিয়েছেন জামশেদপুর এফসি-তে। এরপরেই ফেলিসিওকে সই করানোর কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল। কোস্টারিকার জাতীয় দলের হয়ে ৫ ম্যাচ খেলেছেন এই স্ট্রাইকার। তবে তিনি গোল পাননি। কোস্টারিকার জাতীয় দলের হয়ে খেলার আগে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন ফেলিসিও। চিনের সুপার লিগের দল কিংদাও হাইনিউ এফসি-র হয়ে খেলার পর কলকাতায় আসছেন এই স্ট্রাইকার। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে চিনের ক্লাবে যোগ দেওয়ার পর ২১ ম্যাচ খেলে ৭ গোল করেছেন ফেলিসিও। ফলে তাঁর উপর ভরসা করছে ইস্টবেঙ্গল।

ফেলিসিওকে নিয়ে আশাবাদী কার্লেস কুয়াদ্রাত

নতুন বিদেশি স্ট্রাইকার সম্পর্কে ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, ‘ফেলিসিও একজন অত্যন্ত শক্তিশালী স্ট্রাইকার। ওর ইউরোপের প্রথমসারির লিগে খেলার অভিজ্ঞতা আছে। ওর এশিয়ার লিগে খেলার অভিজ্ঞতাও আছে। চিনের সুপার লিগে ও যে দলগুলির হয়ে খেলেছে, সবমিলিয়ে ২০টিরও বেশি গোল করেছে। ও কয়েক সপ্তাহ আগেই চিনের ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলেছে। ফলে আমাদের যখনই দরকার হবে ও দলকে সাহায্য করতে পারবে।’

আইএসএল-এ ভালো খেলার লক্ষ্যে ফেলিসিও

ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর ফেলিসিও বলেছেন, ‘ভারতে ইস্টবেঙ্গলের মতো ক্লাবের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। আমার নতুন দল সম্প্রতি সুপার কাপ জিতেছে। সেই কারণে আমি দলকে অভিনন্দন জানাতে চাই। আমি সমর্থকদের খুশি করতে চাই। আইএসএল-এর দ্বিতীয়ার্ধে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: 'ইস্টবেঙ্গল সমর্থকরা চিরকাল হৃদয়ে থাকবেন,' বার্তা বোরহা হেরেরার

East Bengal: ইস্টবেঙ্গলের পুরনো গৌরব ফেরানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, জানালেন বিনিয়োগকারীরা

East Bengal: বিমানবন্দরের রং লাল-হলুদ, কলিঙ্গ সুপার কাপ জিতে কলকাতায় ইস্টবেঙ্গল