Indian Super League: আইএসএল সহ ঘরোয়া প্রতিযোগিতা আয়োজনের জন্য বাণিজ্যিক পার্টনার খুঁজে না পাওয়াই এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম বড় সংকট।

Indian Super League: আইএসএল-এর সমস্যা মেটাতে বুধবার, গুরুত্বপূর্ণ একটি বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী (indian super league 2025)। ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত প্রতিনিধিরাও দিল্লীতে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে অংশ নেবেন (indian super league controversy)।

গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক

আইএসএল সহ ঘরোয়া প্রতিযোগিতা আয়োজনের জন্য বাণিজ্যিক পার্টনার খুঁজে না পাওয়াই এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম বড় সংকট। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সঙ্গে মাস্টার রাইট চুক্তি নবীকরণের বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায়, বর্তমান আইএসএল আয়োজক রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং স্টার স্পোর্টসের যৌথ মালিকানাধীন ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড তাদের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে।

নতুন স্পনসরের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন টেন্ডার ডাকলেও কেউ এগিয়ে আসেনি। আইএসএল কবে শুরু হবে, তা নিয়ে এখনও কারও কাছেই স্পষ্ট কোনও ধারণা নেই। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ফুটবলার এবং কোচরা উদ্বেগ প্রকাশ করেছেন। 

বিশেষ উদ্যোগী হয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক

তারপরেই কেন্দ্রীয় সরকার এই সমস্যায় হস্তক্ষেপ করতে প্রস্তুত বলে জানিয়ে দেয়। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর ডাকা বৈঠকে এআইএফএফ কর্তা, আইএসএল-এর ক্লাব কর্তৃপক্ষ এবং প্রাক্তন বিজনেস পার্টনাররা অংশ নেবেন।

সুপ্রিম কোর্ট নিযুক্ত বিড ইভ্যালুয়েশন কমিটির চেয়ারম্যান বিচারপতি এল. নাগেশ্বর রাও নিজেও এই বৈঠকে অংশ নিতে পারেন বলে খবর। নতুন টেন্ডার প্রস্তুতকারী ট্রানজ্যাকশন অ্যাডভাইজার কেপিএমজি-কেও বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। 

অর্থাৎ, এবার এই মেগা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার ক্ষেত্রে বিশেষ উদ্যোগী হয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। তাহলে কি এবার সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলেছে আইএসএল? আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তবে তার তোড়জোড় সম্ভবত শুরু হয়ে গেল এখন থেকেই। 

আর তাই আইএসএল-এর সমস্যা মেটাতে বুধবার, গুরুত্বপূর্ণ একটি বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। যেখানে উপস্থিত থাকবেন ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত প্রতিনিধিরাও। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।