Indian Super League: আইএসএল-এর সমস্ত ক্লাবের সঙ্গে আগামী ৩ ডিসেম্বর, অর্থাৎ বুধবার বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। জানা যাচ্ছে, সমস্ত ক্লাবের কাছে বৈঠকে যোগ দেওয়ার জন্য চিঠিও পৌঁছে গেছে।
Indian Super League: আইএসএল হবেই। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার আগেই জানিয়ে দিয়েছে যে, আইএসএল-এর জট কাটাতে উদ্যোগী হয়েছে তারা (indian super league)। তারপরেই কার্যত, নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক (indian super league issues)।
বুধবার বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক
আইএসএল-এর সমস্ত ক্লাবের সঙ্গে আগামী ৩ ডিসেম্বর, অর্থাৎ বুধবার বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। জানা যাচ্ছে, সমস্ত ক্লাবের কাছে বৈঠকে যোগ দেওয়ার জন্য চিঠিও পৌঁছে গেছে।
সেখানে থাকবেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ-এর প্রতিনিধিরাও। প্রসঙ্গত, শুনানির সময় কেন্দ্রের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা হয়েছে আমাদের। তারাও এই বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চকে জানানো হয়েছে, সরকার চায় আইএসএল হোক।"
তুষার মেহতা জানিয়েছেন, “ঠিক কীভাবে আয়োজন করা হবে আইএসএল, কারা কারা স্পনসর হবে এবং কোথা থেকে টাকা আসবে, তা পুরো সরকারের উপর ছেড়ে দেওয়া হোক। এবার সরকার নিজে থেকেই আইএসএল আয়োজন করতে আগ্রহী। যাতে আমাদের দেশের ফুটবলারদের কোনও অসুবিধা না হয়।”
চিঠিও পৌঁছে গেছে
অর্থাৎ, এবার এই মেগা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার ক্ষেত্রে বিশেষ উদ্যোগী হয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। তাহলে কি এবার সরকারের উদ্যোগে আয়োজিত হতে চলেছে আইএসএল? আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তবে তার তোড়জোড় সম্ভবত শুরু হয়ে গেল এখন থেকেই।
জানা গেছে, আইএসএল-এর সমস্ত ক্লাবের সঙ্গে আগামী ৩ ডিসেম্বর, অর্থাৎ বুধবার বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। জানা যাচ্ছে, সমস্ত ক্লাবের কাছে বৈঠকে যোগ দেওয়ার জন্য চিঠিও পৌঁছে গেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


