Inter Kashi: আর কোনও জল্পনা নেই। আই লিগ চ্যাম্পিয়ন হল ইন্টার কাশী, জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। 

Inter Kashi: জল্পনার অবসান ঘটল শুক্রবার। আই লিগ চ্যাম্পিয়ন হল ইন্টার কাশী, জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। নিঃসন্দেহে ভালো খবর ইন্টার কাশী ফুটবল দলের জন্য। স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা (inter kashi court case)।

কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট তথা ক্যাস (CAS) কার্যত, ফেডারেশনের অ্যাপিল কমিটির রায়কে আগেই খারিজ করে দেয়। ফলে, নামধারী এফসি-র বিরুদ্ধে ওই ম্যাচ থেকে তিন পয়েন্টই পাবে আন্তোনিও লোপেজ হাবাসের দল। সেইসঙ্গে, দীর্ঘ টালবাহানার পর অবশেষে আই লিগ চ্যাম্পিয়নের নাম ঘোষণা করা হল। শুক্রবার, ক্যাসের তরফ থেকে যে রায় দেওয়া হয়, তা পুরোপুরিভাবে ইন্টার কাশীর পক্ষেই গেছে (inter kashi vs namdhari fc controversy)।

ফলে, আই লিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশী 

আর এই রায়ের সঙ্গে সঙ্গেই বেজায় বিপাকে পড়ল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কারণ, তাদের অ্যাপিল কমিটির রায়কে চ্যালেঞ্জ জানিয়েই কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টের দ্বারস্থ হয়েছিল ইন্টার কাশী ম্যানেজমেন্ট। এবার ফেডারেশনকেও বিরাট অঙ্কের টাকা জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। শুধু তাই নয়, চার্চিল ব্রাদার্স, রিয়াল কাশ্মীর এবং নামধারী এফসিকেও জরিমানা দিতে হবে বলে জানা গেছে।

সমস্যার সূত্রপাত কোথায়?

প্রসঙ্গত, জানুয়ারি মাসে নামধারী এফসির বিরুদ্ধে ২-০ গোলে পরাজিত হয় ইন্টার কাশী। কিন্তু ইন্টার কাশীর অভিযোগ ছিল যে, ওই ম্যাচটিতে একজন ‘অবৈধ প্লেয়ার’-কে মাঠে নামায় নামধারী এফসি। আর তারপরেই তাদের নালিশের ভিত্তিতে বিষয়টি যায় শৃঙ্খলারক্ষা কমিটির হাতে।

আর সেখানে কাশীকে ৩ পয়েন্ট এবং ৩ গোল দেওয়া হয়। উল্টে আবার এই সিদ্ধান্তের বিরোধিতা করে এআইএফএফ-এর অ্যাপিল কমিটিতে গেছিল নামধারী এফসি। আর সেই অ্যাপিল কমিটি আবার শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল। এখন সম্ভবত সেই সিদ্ধান্তটিকে বদলে ফেলে নামধারীর পক্ষেই রায় দেয় এআইএফএফ অ্যাপিল কমিটি।

Scroll to load tweet…

কিন্তু সেই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট মামলা করে ইন্টার কাশী

এবার সেখানেই ফেডারেশনের রায়কে কার্যত, খারিজ করে দেওয়া হল। বলা ভালো, সেই রায় রীতিমতো নস্যাৎ করে দিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। তবে এর আগে প্রথম দফার রায় সামনে এলেও ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়নি। কারণ, সেখানে রিয়াল কাশ্মীর এবং চার্চিল সংক্রান্ত একটি জট ছিল। অবশেষে শুক্রবার, দ্বিতীয় এবং শেষ দফার রায় জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। 

সেখানে পরিষ্কার করেই বলা হয়েছে যে, ইন্টার কাশীকেই আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে হবে। এদিকে এই রায়ের ফলে, আই লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেল চার্চিল ব্রাদার্স। যে দলকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল এইআইএফএফ। অর্থাৎ, তারা হয়ে গেল রানার্স। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।