ISL 2024-25 FINAL: কলকাতা (Kolkata) যেন বারবার বুঝিয়ে দিচ্ছে যে, কেন এই শহরকে ফুটবলের মক্কা বলা হয়। ফাইনালের (ISL 2024-25 Final) টিকিট শেষ মাত্র কয়েক ঘণ্টায়!

ISL 2024-25 FINAL: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার, আইএসএল-এর হাইভোল্টেজ ফাইনাল (ISL Final 2025)। যেখানে মুখোমুখি হচ্ছে চলতি প্রতিযোগিতার অন্যতম সেরা দুটি দল। মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (Mohun Bagan vs Bengaluru FC)। আর সেই ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। যেন দর্শকঠাসা স্টেডিয়ামে, দুর্দান্ত ফুটবল দেখার অপেক্ষা (ISL Final Ticket Updates)।

Scroll to load tweet…

এদিক ওদিক থেকে খালি ভেসে আসছে গুঞ্জন! মোহনবাগানের বিভিন্ন গ্রুপে মেসেজ, ‘একটা টিকিট হবে তোমার কাছে? দেখো না একটু!’ এই হচ্ছে অবস্থা। কিন্তু কেন? কারণ, ঘরের মাঠে ফাইনাল খেলতে নামছে সবুজ মেরুন ব্রিগেড। তাই মোহন জনতা যে মাঠে প্রচুর পরিমাণে উপস্থিত থাকবে, সেই কথা বলাই বাহুল্য। কিন্তু টিকিট তো শেষ (ISL Final Tickets)।

বুধবার, বিকেল ৪টের সময় অনলাইনে টিকিট ছাড়া হয়। কিন্তু মাত্র কয়েক ঘণ্টায় সেই টিকিট শেষ হয়ে যায়। নিমেষের মধ্যে শেষ। অনেক মোহনবাগান সমর্থক তো টিকিটই এখনও কেটে উঠতে পারেননি। আবার অনেকেই কেটে ফেলেছেন তাদের টিকিট (ISL 2024-25 live)।

বৃহস্পতিবার, আইএসএল-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়ে দেওয়া হল যে, টিকিট ‘SOLD OUT’। আর তারপরেই কার্যত, শুরু হয়ে গেল টিকিটের হাহাকার। কয়েক ঘণ্টার মধ্যে সব টিকিট শেষ। বাংলার ফুটবলের সেই চেনা ছবিই যেন আরও একবার ধরা পড়ল। আর প্রমাণ হচ্ছে যে, আইএসএল ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ চড়ছে চড়চড়িয়ে (ISL Mohun Bagan vs Bengaluru FC Live)।

এমনিতে লিগের ম্যাচগুলির ক্ষেত্রে, ১০০ টাকা দিয়েই টিকিট পেতেন মোহনবাগানের সদস্যরা। কিন্তু ফাইনাল ম্যাচের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। টিকিটিং সিস্টেম পুরোটাই থাকে এফএসডিএল-এর হাতে। আর তাই টিকিটের দামও একটু বেড়ে গেছে।

কিন্তু সমস্যা অন্য জায়গায়। বুধবার বিকেলে অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যায়। তারপরেও অবশ্য মোহনবাগান সমর্থকরা ভেবেছিলেন, হয়ত আবার টিকিট ছাড়া হবে। কিন্তু বৃহস্পতিবার, আইএসএল-এর সোশাল মিডিয়া হ্যান্ডলে জানিয়ে দেওয়া হল যে, সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে (Mohun Bagan vs Bengaluru FC ISL Final)।

সেমিফাইনালে ম্যাচে প্রায় ৬০ হাজার মোহনবাগান সমর্থক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। সুতরাং, বোঝাই যাচ্ছে যে, ফাইনালে তা আরও বাড়তে চলেছে। কিন্তু সমস্যা হচ্ছে টিকিট নিয়ে। এদিকে শুক্রবার, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনলাইনে কাটা টিকিট রিডিম করতে পারবেন দর্শকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।