সংক্ষিপ্ত

ISL 2024-25 Semifinal Live Updates: আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে, জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান (Mohun Bagan)।

ISL 2024-25 Semifinal Live Updates: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সোমবার, আইএসএল-এর (ISL 2024-25) হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হয় মোহনবাগান বনাম জামশেদপুর এফসি (Mohun Bagan vs Jamshedpur FC)। এটি ছিল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালের সেকেন্ড লেগ। আর সেই ম্যাচেই ২-০ গোলে জয় পেল মোহনবাগান (Mohun Bagan)।

YouTube video player

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে সবুজ মেরুন ব্রিগেড। একের পর এক অ্যাটাক তুলে আনতে শুরু করেন অনিরুদ্ধ থাপা এবং লিস্টন কোলাসোরা ।

এমনকি, আশিক কুরনিয়ানের জোরালো শট একটুর জন্য গোললাইন সেভ হয়। নাহলে তখনই বিপদ হতে পারত। এদিনের ম্যাচে যেভাবে মোহনবাগান বিপক্ষের বক্সে চাপ বাড়াতে থাকে, তাতে রীতিমতো নাজেহাল হয়ে পড়ে জামশেদপুর এফসি। জেসন কামিংস, শুভাশিস বোস এবং জেমি ম্যাকলারেনরা যেন আজ দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, জিততেই হবে। তবে কামিংসের শট একটুর জন্য মিস না হলে, ফার্স্ট হাফেই এগিয়ে যেতে পারত বাগান শিবির (Mohun Bagan vs Jamshedpur FC Highlights)।

 

 

কিন্তু একাধিক সুযোগ তৈরি হলেও গোল যেন কিছুতেই আসছিল না। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই (ISL 2024-25 Semifinal Update)।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই সবুজ মেরুন ঝড় যেন আরও তীব্র বেগে আছড়ে পড়তে শুরু করে। বক্সের বাইরে ফ্রি-কিক থেকে শট নিলেও তা জামশেদপুর ডিফেন্ডারদের পায়ের জটলায় আটকে যায়। তার কয়েক মুহূর্ত বাদে ফের একবার বাধাপ্রাপ্ত হয় মোহনবাগান (ISL 2024-25)।

 

 

কিন্তু খেলার ৪৯ মিনিটে, বক্সের মধ্যে ফাউল করে বসেন জামশেদপুর ডিফেন্ডার। আর সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সেই পেনাল্টি থেকেই গোল করে সবুজ মেরুনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন জেসন কামিংস (Jason Cummings)। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। কারণ, এগ্রিগেট অনুযায়ী দুটি লেগ মিলিয়ে তখনও ফলাফল ২-২। ফলে, ফাইনালে যেতে গেলে আরও একটি গোলের প্রয়োজন ছিল তাদের (ISL Semifinal live score)। 

আর সেই চেষ্টা জারি রেখেছিল মোলিনার ছেলেরা। কিন্তু কিছুতেই গোল আসছিল না। একটা সময় তো মনে হচ্ছিল, ম্যাচ কি তাহলে টাইব্রেকারে চলে যাবে? আর ঠিক তখনই যেন ম্যাজিক। ম্যাচের অতিরিক্ত সময়ে, বাজিমাৎ করলেন আপুইয়া (Apuia Ralte)। তাঁর জয়সূচক গোলেই ফাইনালে পৌঁছে গেল সবুজ মেরুন ব্রিগেড (Mohun Bagan vs Jamshedpur FC Live Score)।

এদিন যেন ম্যাজিক দেখালেন এই মিজো ফুটবলার। হাজার হাজার সবুজ মেরুন সমর্থকদের মন জিতে নিলেন হাসিমুখে। স্কিল এবং জাদু দিয়ে করলেন অনবদ্য এক গোল। ডান পায়ের জোরালো শট জামশেদপুরের গোলরক্ষককে পরাস্ত করে সোজা জালে জড়িয়ে গেল। আর এই দুর্দান্ত গোলটি করে, কোচের ভরসার দাম রাখলেন আপুইয়া নিজেই। যেন গোটা স্টেডিয়ামকে মাতিয়ে দিলেন তিনি। 

আর সেই গোলের পরেই গ্যালারি শুরু করল গর্জন, ফাটল বাজিও। বেজে উঠল ‘আমাদের সূর্য মেরুন, নাড়ির যোগ সবুজ ঘাসে’। কার্যত, সবুজ মেরুন সমর্থকদের মনের মধ্যে যেন মুক্ত বাতাস ছড়িয়ে দিলেন আপুইয়া। তাঁর একক দক্ষতা এবং অসাধারণ গোলেই ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। এমনকি, বাঁধভাঙ্গা উচ্ছ্বাস চোখে পড়ল মোহনবাগান ডাগ আউটেও।

লাফিয়ে উঠলেন মোলিনা। কোচিং স্টাফ ও সহ খেলোয়াড়রা ছুটে গেলেন এবং ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নিলেন আপুইয়াকে। তারপর উল্লাস, উল্লাস আর উল্লাস। কেন মোহনবাগান ভারতসেরা? যেন আতার নিজেরাই প্রমাণ দিচ্ছে বারবার।

শেষপর্যন্ত, জামশেদপুর এফসিকে ২-০ গোলে পরাজিত করে আইএসএল ফাইনালে মোহনবাগান। আর সেখানে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।