- Home
- Sports
- Football
- ISL: কলকাতার বুকেই চলতি আইএসএল-এ প্রথম জয় পেল 'নবাব'-রা, মহামেডানকে ৪-০ গোলে হারাল হায়দ্রাবাদ
ISL: কলকাতার বুকেই চলতি আইএসএল-এ প্রথম জয় পেল 'নবাব'-রা, মহামেডানকে ৪-০ গোলে হারাল হায়দ্রাবাদ
- FB
- TW
- Linkdin
ঘরের মাঠে বড় হার সাদাকালো ব্রিগেডের
হায়দ্রাবাদের কাছে ৪-০ গোলে পরাজিত মহামেডান।
ম্যাচের একেবারে শুরুতেই এগিয়ে যায় হায়দ্রাবাদ
খেলার ৪ মিনিটের মাথায়, অ্যালান ডি সুজা মিরান্ডার (Allan De Souza Miranda) গোলে ম্যাচে লিড নেয় তারা। তবে সেখানেই শেষ নয়, ম্যাচের ১৫ মিনিটে আবার সেই মিরান্ডার পা থেকেই গোল আসে।
গোটা ম্যাচে কার্যত, দাপট দেখাল 'নবাব'-রা
মহামেডানকে (MSC) মাথা তুলে দাঁড়াতেই দেয়নি হায়দ্রাবাদ (HFC)।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চলতি আইএসএল-এ (Indian Super League 2024-25) প্রথম জয় পেল হায়দ্রাবাদ
এই ম্যাচ খেলতে নামার আগে পর্যন্ত, লিগ টেবিলে হায়দ্রাবাদের উপরে ছিল সাদাকালো ব্রিগেড। কিন্তু হারের জেরে এখন তারা ১২ নম্বরে।
গোটা ম্যাচে একটি গোলও করতে পারেনি চেরনিশভের (Andrey Chernyshov) ছেলেরা
যে ম্যাচে জিতে লিগের লড়াইতে ফিরে আসার পরিকল্পনা ছিল মহামেডানের, সেই ম্যাচেই পরাজয়।
মাঝমাঠ থেকে রক্ষণ কিংবা আক্রমণভাগ,
সব বিভাগেই সাদাকালো ব্রিগেডকে টেক্কা দিয়েছে হায়দ্রাবাদ এফসি।
এই নিয়ে টানা তিন ম্যাচে হার
হারের হ্যাটট্রিক মহামেডানের।
অন্যদিকে, খেলার ১২ মিনিটে গোল করেন হায়দ্রাবাদের স্টেফান স্যাপিচ (Stefan Sapic)
ফলে, প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধেও ছাপ ফেলতে ব্যর্থ মহমেডান
ম্যাচের ৫১ মিনিটে, গোল করে আরও ব্যবধান বাড়ান শ্রীভাস (Parag Satish Shrivas)।
আর সেই সুবাদেই চলতি আইএসএল-এ নিজেদের প্রথম জয় তুলে নিল হায়দ্রাবাদ এফসি
মহামেডান স্পোর্টিংকে তাদের ঘরের মাঠে ৪-০ গোলে হারিয়ে, গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ঘরে তুলল থাংবোই সিংটোর (Thangboi Singto) ছেলেরা।