সংক্ষিপ্ত

কলিঙ্গ সুপার কাপের উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাতে পারল না ইস্টবেঙ্গল। একাধিক সহজ গোলের সুযোগ নষ্ট হল। রক্ষণেও গলদ দেখা গেল।

যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় কঠিন হয়। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচও সহজ ছিল না। খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, ৩-২ গোলে জয় পেল লাল-হলুদ। জোড়া গোল করলেন ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেইটন সিলভা। জয়সূচক গোল করেন সল ক্রেসপো। হায়দরাবাদের গোল করেন রামলুনচুঙ্গা ও নিম দোরজি তামাং। সুপার কাপে কোনও বিদেশি ফুটবলারকেই দলে রাখেনি হায়দরাবাদ এফসি। তা সত্ত্বেও এদিন তরুণ ফুটবলাররা যথেষ্ট লড়াই করলেন। ইস্টবেঙ্গল একাধিক সহজ সুযোগ নষ্ট না করলে এবং বার-পোস্ট বাধা হয়ে না দাঁড়ালে ব্যবধান বাড়ত। তবে দিনের শেষে ৩ পয়েন্ট পেয়ে স্বস্তিতে লাল-হলুদ শিবির।

সহজতম সুযোগ নষ্ট ক্লেইটনের

বিদেশিহীন হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই লাল-হলুদ জার্সিধারীদের দাপট ছিল। ১০ মিনিটের মধ্যেই ২ গোলে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। ৭ মিনিটে ক্লেইটনের কাছ থেকে বল পেয়ে গোল লক্ষ্য করে দুরন্ত শট নেন নন্দকুমার শেখর। হায়দরাবাদের গোলকিপার কাট্টিমনির হাতে লাগার পর বারে লেগে সেই বল ফিরে আসে। না হল তখনই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এই গোল বাঁচিয়ে দিলেও, ২ মিনিট পর মারাত্মক ভুল করে বসেন কাট্টিমনি। মহম্মদ রাকিপের একটি ক্রস ধরতে গিয়ে গোল ছেড়ে বেরিয়ে যান হায়দরাবাদের গোলকিপার। তিনি ফ্লাইট মিস করেন। বলের নাগাল পেয়ে ক্লেইটনকে দেন বোরহা হেরেরা। হাল্কা পুশ করলেই গোল পেতেন ক্লেইটন। কিন্তু তিনি বারের উপর দিয়ে বল উড়িয়ে দেন। ৭২ মিনিটে বোরহার ফ্রি-কিক বারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে জমজমাট লড়াই

৩৩ মিনিটে রাকিপের ক্রসে পা ছুঁইয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ক্লেইটন। তবে প্রথমার্ধের শেষদিকে লাল-হলুদ রক্ষণের ভুলের সুযোগ নিয়ে সমতা ফেরান রামলুনচুঙ্গা। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ১-১। ৫৩ মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে ফের ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ক্লেইটন। তবে ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফের ম্যাচে সমতা ফেরান নিম দোরজি। পরের মিনিটেই অবশ্য বোরহার কর্নার থেকে হেডে জয়সূচক গোল করেন ক্রেসপো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kalinga Super Cup: ১০ জন ফুটবলার নেই, সুপার কাপে প্রথম ম্যাচের আগে চাপে মোহনবাগান সুপার জায়ান্ট

Kalinga Super Cup: সাদিকু-কামিংসের বড় পরীক্ষা, সুপার কাপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মোহনবাগান সুপার জায়ান্ট

Kalinga Super Cup: রাজস্থান ইউনাইটেডকে ৫-০ উড়িয়ে কলিঙ্গ সুপার কাপের মূলপর্বে ইন্টার কাশী