সংক্ষিপ্ত

মঙ্গলবার কলিঙ্গ সুপার কাপ অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে সবুজ-মেরুনের বিদেশি ফুটবলাররাই ভরসা।

কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানের মুখোমুখি হওয়ার আগে সমস্যায় জর্জরিত মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার সাংবাদিক বৈঠকে সেই সমস্যার কথা তুলে ধরলেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তিনি বলেন, 'আমাদের দলের ৭ জন ফুটবলার এএফসি এশিয়ান কাপে খেলার জন্য জাতীয় শিবিরে যোগ দিয়েছে। আরও ৩ জন জাতীয় শিবিরে যোগ দিতে পারত। কিন্তু আনোয়ার আলি, আশিক কুরুনিয়ান ও গ্লেন মার্টিন্স চোট পাওয়ায় মাঠের বাইরে। ওরা জাতীয় দলের প্রাথমিক তালিকায় আছে। ফলে আমরা মোট ১০ জন ফুটবলারকে পাচ্ছি না। এটা অবশ্যই বড় ব্যাপার। বাস্তব পরিস্থিতি মাথায় রেখেই আমরা খেলব। সুপার কাপে প্রথম ম্যাচের পর পরিস্থিতি কী হয় দেখব। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোচ্ছি। তবে আমরা এখানে লড়াই করতেই এসেছি।'

সমস্যার মধ্যেই লড়াই করতে তৈরি সবুজ-মেরুন

ক্লিফোর্ড বলেছেন, 'আমাদের দলের তরুণ ফুটবলারদের কাছে এটা বড় মুহূর্ত। যারা এর আগে বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি তারা এবার খেলার সুযোগ পাচ্ছে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। মাঝে কিছুদিন ছুটি থাকলেও, গত এক সপ্তাহে আমরা ভালোভাবে তৈরি হয়েছি। ফলে আমাদের দল লড়াই করবে। আমাদের গ্রুপে হায়দরাবাদ, ইস্টবেঙ্গল, শ্রীনিধি ডেকান আছে। খুব কঠিন গ্রুপ। আমাদের তরুণ ফুটবলাররা যেমন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে, তেমনই খেলার সুযোগও পাবে।'

শ্রীনিধি ডেকানকে গুরুত্ব দিচ্ছেন ক্লিফোর্ড

সুপার কাপে প্রথম ম্যাচের প্রতিপক্ষ সম্পর্কে মোহনবাগান সুপার জায়ান্টের সহকারী কোচ বলেছেন, 'ওরা খুব ভালো দল। ওরা আই লিগে দ্বিতীয় স্থানে আছে। ওরা ২০ পয়েন্ট পেয়ে দারুণ জায়গায় আছে। এখনও ১১-১২টি ম্যাচ বাকি। ওরা গত মরসুমে দারুণ লড়াই করে আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ওদের সঙ্গে আইএসএল-এর দলগুলির খুব একটা পার্থক্য নেই।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kalinga Super Cup: মরসুমের দ্বিতীয় নক-আউট টুর্নামেন্টের ফাইনালে খেলার লক্ষ্যে ইস্টবেঙ্গল

Kalinga Super Cup: সাদিকু-কামিংসের বড় পরীক্ষা, সুপার কাপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মোহনবাগান সুপার জায়ান্ট

Kalinga Super Cup: কলিঙ্গ সুপার কাপের জন্য তৈরি মাঠ, মুগ্ধ ফুটবলপ্রেমীরা