সংক্ষিপ্ত
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কলকাতা ডার্বির শুরু থেকেই জমজমাট লড়াই চলছে। শুরুতে মোহনবাগান সুপার জায়ান্টের দাপট থাকলেও, পাল্টা লড়াই করে ম্যাচে ফিরেছে ইস্টবেঙ্গল।
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচে দুর্দান্ত লড়াই চলছে। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ১-১। ১৯ মিনিটে প্রথম গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে দেন হেক্টর ইয়ুস্তে। ২৪ মিনিটে সমতা ফেরান ক্লেইটন সিলভা। প্রথমার্ধের শেষমুহূর্তে পেনাল্টি পায় সবুজ-মেরুন। প্রথম শটে গোল করেন দিমিত্রি পেট্রাটস। কিন্তু তিনি শট নেওয়ার আগেই বক্সে ঢুকে পড়েন হুগো বুমোস। ফলে ফের শট নেওয়ার নির্দেশ দেন রেফারি। এবার পেট্রাটসের শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে স্বস্তি ইস্টবেঙ্গলে। প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত লড়াইয়ের অপেক্ষা।
মোহনবাগান সুপার জায়ান্টের জয়ের তাগিদ বেশি
কলিঙ্গ সুপার কাপের সেমি-ফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে মোহনবাগান সুপার জায়ান্টকে। সেই কারণে শুরু থেকেই আক্রমণে ঝাঁপান পেট্রাটস, বুমোসরা। জেসন কামিংসকে প্রথম একাদশে রাখা হয়নি। আক্রমণে আর্মান্দোে সাদিকু ও কিয়ান নাসিরিকে রেখে একটু পিছন থেকে আক্রমণ তৈরি করছিলেন পেট্রাটস ও বুমোস। এর ফলে চাপে পড়ে যাচ্ছিল লাল-হলুদ রক্ষণ। পেট্রাটসের কর্নারে অসাধারণ ফ্লিকে গোল করেন ইয়ুস্তে। পেনাল্টি নষ্ট হওয়ার ঠিক আগে পেট্রাটসের ক্রস থেকে বক্সে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন বুমোস। কিন্তু তাঁর হেড বাইরে চলে যায়।
প্রাথমিক ধাক্কা কাটিয়ে ম্যাচে ফিরল ইস্টবেঙ্গল
শুরুতে কিছুটা গুটিয়ে থাকলেও, গোল হজম করার পর পাল্টা আক্রমণে ঝাঁপায় ইস্টবেঙ্গল। এর ফলও পাওয়া যায়। ২০ মিনিটে সৌভিক চক্রবর্তীর শট বারে লেগে ফিরে আসে। এরপর অসাধারণ শটে জাল কাঁপিয়ে দেন ক্লেইটন। ২৯ মিনিটে বক্সের মধ্যে নন্দকুমার শেখরকে ফেলে দেন অভিষেক সূর্যবংশী। কিন্তু পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। ম্যাচ ড্র হলেই সেমি-ফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল। তবে জয়ই লাল-হলুদের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs Uzbekistan: এএফসি এশিয়ান কাপে উজবেকিস্তানের বিরুদ্ধে লড়াই করেও হার ভারতের
AFC Asian Cup: ডোবালেন গুরপ্রীত সিং সান্ধু, এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার ভারতের
FIFA Awards 2023: হাল্যান্ড-এমবাপেকে হারিয়ে ফের বর্ষসেরা মেসি, মহিলাদের সেরা আইতানা