Kolkata Derby Durand Cup: মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল। আর সেই জয়ের পরেই মুখ খুলেছেন লাল হলুদ কর্তা দেবব্রত সরকার তথা ময়দানের অতি পরিচিত ‘নীতুদা’।
Kolkata Derby Durand Cup: ডার্বি জয় ইস্টবেঙ্গলের। খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত লাল হলুদ সমর্থক থেকে কর্তা, সবাই। বিশেষ করে শেষ কয়েকটি মরশুম ধরে যেভাবে মোহনবাগানের কাছে পর্যদুস্ত হচ্ছিল ইস্টবেঙ্গল, সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ণ শক্তির মোহনবাগানকে ডার্বি ম্যাচে হারিয়ে জয় ছিনিয়ে নেওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বিষয় (Durand Cup 2025)। তাও আবার ডুরান্ড কাপের মতো প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে। এক্ষেত্রে লাল হলুদ কোচ অস্কার ব্রুজোর পরিকল্পনার প্রশংসা করতেই হয়। আর সেইজন্যই মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল।
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে রবিবার সন্ধ্যায়, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Durand Cup 2025)। সেই ম্যাচে জয়ের পরেই মুখ খুলেছেন লাল হলুদ কর্তা দেবব্রত সরকার তথা ময়দানের অতি পরিচিত ‘নীতুদা'।
ম্যাচের পর কী জানালেন দেবব্রত সরকার?
খেলা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “না না, এইটুকু জবাব দিয়ে লাভ নেই। জবাব সময়মতো দেবো। এটা তো কালচারের ব্যাপার। কে কাকে কতটা ছোট করবে, কী ভাষা ব্যবহার করবে, তাদের রুচি এবং কালচারের উপর নির্ভর করবে। আমরা এইসব বলছি না। আমরা এইরকম বহু জবাব ওদের দিয়েছি। এখনও ওদের থেকে বহু ম্যাচ এগিয়ে আছি। যদি ‘এসজি’ আলাদা হয়, তাহলে এগিয়ে আছি। দেখা যাবে, ভবিষ্যতে আবার। সমর্থকরা আনন্দে অনেককিছু বলে। তার পিছনে তো আমাদের ছুটলে হবে না। সমর্থকরা ঐভাবে ব্যাখ্যা করছে। তাদের আনন্দ হয়েছে। কোনও জায়গায় তাদেরকে বিদ্রুপ করে কোনও লাভ নেই। আমি তাদের বলব, তোমরা ধৈর্য ধরো। টিম আরও আরও, আরও ভালো খেলবে।"
আর কী বললেন ইস্টবেঙ্গল কর্তা?
দেবব্রত সরকারের কথায়, "মোহনবাগান তো রাস্তায় বেরিয়েছে, বৃষ্টি পড়ছিল! তাই অন্য লোকের একটা ছাতার তলায় মাথা ঢুকিয়ে দিয়েছে। মোহনবাগান কার লাইসেন্সে খেলে? আসলে পারফরম্যান্সটা হচ্ছে জোয়ার-ভাঁটা। টিম ইস্টবেঙ্গল ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে। এই বছরের দল তৈরির ক্ষেত্রে অনেকগুলো অঙ্ক কষে এগোনো হচ্ছে। আমার মনে হয় এই কৃতিত্বটা কোচকে দেওয়া উচিত। তবে জিতেছি বলেই অন্য দলকে নিয়ে বিদ্রুপ করব না। যেকোনও টুর্নামেন্ট এবং ম্যাচ, ইস্টবেঙ্গল ক্লাবের কাছে সবসময় গুরুত্বপূর্ণ।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

