শনিবার কলকাতা ডার্বি, এটিকে মোহনবাগানের জয়রথ থামাতে মরিয়া ইস্টবেঙ্গল

শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বি | টানা ৭ ডার্বি জিতেছে এটিকে মোহনবাগান, এবার ঘুরে দাঁড়াতে চায় ইস্টবেঙ্গল |

/ Updated: Feb 24 2023, 08:42 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শনিবার ফের কলকাতা ডার্বি। এটিকে মোহনবাগানের কাছে পরপর হেরে কোণঠাসা ইস্টবেঙ্গল। এবার কী হবে? ম্যাচের আগের দিন লাল-হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন বললেন, 'এই ম্যাচের জন্য আমাদের যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেভাবেই তৈরি হয়েছি। আমাদের দল ভালো খেলছে। গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়ায় আমাদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। শনিবার আমরা ৩ পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামব।' ডার্বির আগে লিগ টেবলে ১০ নম্বরে ইস্টবেঙ্গল। ১৯ ম্যাচে পয়েন্ট ১৯। জয় এসেছে ৬ ম্যাচে, হার ১২ ম্যাচে। তারপরেও নিজেদের সফল বলেই মনে করেন লাল-হলুদ কোচ। তাঁর বক্তব্য, 'প্রথম দিন অনুশীলনে মাত্র ১২ জন ফুটবলারকে পেয়েছিলাম। কোথা থেকে শুরু করেছিলাম আর আজ আমরা কোথায় দাঁড়িয়ে সেটা দেখতে হবে। আমরা অনেক ম্যাচেই ভালো খেলেছি। প্রথম ৬ দলের মধ্যে থাকার জন্য উপযুক্ত পরিকল্পনা, প্রস্তুতি দরকার। সুপার কাপ ও পরের মরসুমের জন্য আমাদের ভিত মজবুত করতে পেরেছি।'