সৌদি আরবের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে আর্জেন্টিনা, কি বললেন মেসি

সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে অন্য দেশগুলি থেকে এত সমর্থন পাওয়া নিয়ে কৃতজ্ঞতার কথা জানান 'এলএমটেন'। এদিন তিনি বলেন, 'এত ফুটবলপ্রেমী আমাদের সমর্থন করছেন, এটা দেখে খুব ভাল লাগছে।

Share this Video

সারা বিশ্বে সবচেয়ে বেশি সমর্থক আছে ব্রাজিল ও আর্জেন্টিনার। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরাই লিওনেল মেসি, নেইমার জুনিয়রদের জন্য রাত জাগেন, গলা ফাটান। আর্জেন্টিনার অধিনায়ক মেসি সেটা ভালভাবেই জানেন। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে সে কথা মনে রেখেই আর্জেন্টিনার বাইরে অন্য দেশ থেকে যাঁরা সমর্থন করেন, তাঁদের ধন্যবাদ জানালেন মেসি। সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে অন্য দেশগুলি থেকে এত সমর্থন পাওয়া নিয়ে কৃতজ্ঞতার কথা জানান 'এলএমটেন'। এদিন তিনি বলেন, 'এত ফুটবলপ্রেমী আমাদের সমর্থন করছেন, এটা দেখে খুব ভাল লাগছে। অসংখ্য মানুষ আমাদের জয় চাইছেন। আমি গোটা কেরিয়ারে এত মানুষের ভালবাসা ও সমর্থন পেয়েছি। এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি পৃথিবীর যে দেশেই গিয়েছি, সেখানেই মানুষের ভালবাসা পেয়েছি। এটা আমার কাছে বড় প্রাপ্তি। এভাবেই ভবিষ্যতেও মানুষের কাছ থেকে ভালবাসা ও সমর্থন পেতে চাই।'

Related Video