Lionel Messi GOAT India Tour: ভারত সফরে এসে রবিবার মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) এক আবেগঘন পরিবেশ তৈরি করলেন লিওনেল মেসি। তাঁর উপস্থিতিতে ক্রিকেট স্টেডিয়াম ফুটবলময় হয়ে উঠল।

DID YOU
KNOW
?
সোমবার দিল্লিতে মেসিরা
সোমবার দিল্লিতে যাচ্ছেন লিওনেল মেসি, লুই সুয়ারেজ, রডরিগো ডে পলরা। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন।

Lionel Messi Mumbai Tour: ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) যেখানেই যান, সেখানেই অনুরাগীরা তাঁকে ধাওয়া করেন। দেশে তো বটেই, বিদেশের মাটিতেও বারবার এই দৃশ্য দেখা গিয়েছে। কিন্তু রবিবার সন্ধেটা একদম অন্যরকম ছিল। নিজের শহর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) সচিন নিজেই যেন অন্য একজনের অনুরাগী হিসেবে থাকলেন। কারণ, ক্রিকেটের জন্য বিখ্যাত এই স্টেডিয়ামে রবিবাসরীয় সন্ধেয় হাজির হয়েছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। যে স্টেডিয়ামে গত তিন দশকে বারবার 'সচিন-সচিন' ধ্বনি উঠেছে, এদিন সেই স্টেডিয়ামের দর্শকরাই মেসিকে ঘিরে মাতোয়ারা হয়ে উঠলেন। ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীও (Sunil Chhetri) ছিলেন। আন্তর্জাতিক ফুটবলে গোলের নিরিখে মেসির কাছাকাছি আছেন সুনীল। তাঁর সঙ্গে এদিন জার্সি বিনিময় করলেন মেসি। তিনি সচিনের সঙ্গেও জার্সি বিনিময় করলেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক আবেগঘন মুহূর্ত তৈরি হল।

হায়দরাবাদের পর মুম্বইয়েও খোশমেজাজে মেসি

শনিবার কলকাতার (Kolkata) বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) চরম বিশৃঙ্খলার পর হায়দরাবাদে (Hyderabad) মেসি, লুই সুয়ারেজ (Luis Suarez), রডরিগো ডে পলকে (Rodrigo de Paul) খোশমেজাজে দেখা যায়। রবিবার মুম্বইয়েও তাঁদের হাসিমুখেই দেখা গেল।

Scroll to load tweet…

মেসির হাত ধরে শুরু 'প্রোজেক্ট মহাদেব'

রবিবার সন্ধেবেলা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির হাত দিয়ে 'প্রোজেক্ট মহাদেব'-এর সূচনা হল। এই গ্রাসরুট ফুটবল প্রোজেক্টের মাধ্যমে দেশে ফুটবলের উন্নতির চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ (Maharashtra Chief Minister Devendra Fadnavis) ও মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Mumbai Cricket Association) সভাপতি অজিঙ্কা নায়েক (Ajinkya Naik) এই প্রোজেক্টের প্রশংসা করেছেন। তাঁদের মতে, এই প্রোজেক্টের মাধ্যমে রাজ্যের উন্নতি হবে। অল্পবয়সি ফুটবলারদের উৎসাহিত করার জন্য মেসিকে ধন্যবাদ জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতে এই ফুটবলাররা বিশ্বকাপে খেলবে। এই গ্রাসরুট ফুটবল প্রোজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা টাইগার শ্রফ (Tiger Shroff) ও অজয় দেবগণ (Ajay Devgn)।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।