FC Barcelona Treble Win: চলতি মরসুমে চারটি ট্রফি জয়ের লক্ষ্যে ছিল বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জিততে না পারলেও, ত্রিমুকুট জয় করল লিওনেল মেসির (Lionel Messi) পুরনো ক্লাব।

FC Barcelona Completes Treble: ২৮-তম লা লিগা (La Liga) খেতাব। একইসঙ্গে চলতি মরসুমে ত্রিমুকুট (Treble) জয়। অনেক দূরে থাকলেও, পুরনো দল বার্সেলোনার চমকপ্রদ সাফল্যে উচ্ছ্বসিত লিওনেল মেসি (Lionel Messi), লুই সুয়ারেজরা (Luis Suarez)। চলতি মরসুমে স্প্যানিশ সুপার কাপ (Spanish Super Cup), কোপা ডেল রে (Copa del Rey) জেতার পর এবার লা লিগা (La Liga) খেতাবও জিতে নিল বার্সেলোনা। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে এস্প্যানিয়লকে (Espanyol) সহজেই হারিয়ে ২৮-তম লা লিগা খেতাব জিতে নিল বার্সা। খেতাব জয়ের ম্যাচে ২-০ জয় পেল মেসির পুরনো দল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৩ মিনিটে প্রথম গোল করেন তরুণ তারকা ল্যামিন ইয়ামাল (Lamine Yamal)। এরপর ম্যাচের সংযোজিত সময়ে দ্বিতীয় গোল করেন ফার্মিন লোপেজ (Fermín López)। হ্যান্সি ফ্লিকের (Hansi Flick) দল চলতি মরসুমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে (Real Madrid) একই মরসুমে চারবার হারিয়ে স্পেনের ঘরোয়া ফুটবলে রাজত্ব বিস্তার করেছে বার্সা।

পুরনো দলকে বিশেষ বার্তা মেসির

ত্রিমুকুট জিতে বার্সেলোনার ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফরা উচ্ছ্বসিত। ক্লাবের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁদের উল্লাসের ছবি শেয়ার করা হয়েছে। এই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন মেসি। তিনি পুরনো দলকে অভিনন্দন জানিয়েছেন। মেসির সঙ্গেই বার্সেলোনায় খেলে দলকে অনেক সাফল্য এনে দেওয়া সুয়ারেজও পুরনো দলকে ত্রিমুকুট জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

View post on Instagram

২ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন বার্সা

চলতি লা লিগার শুরু থেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে বার্সা। দুই ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হলেন ইয়ামালরা। তাঁরা ৩৬ ম্যাচ খেলে ২৭ ম্যাচ জিতে ৮৫ পয়েন্ট পেয়েছেন। ৩৬ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ফলে কোনও দলের পক্ষেই আর বার্সেলোনাকে ধরে ফেলা সম্ভব নয়। বাকি দুই ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। তবে এই দুই ম্যাচেও জয়ই লক্ষ্য বার্সার।

View post on Instagram

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।