Barcelona vs Real Madrid: কিছুদিন আগেই কোপা ডেল রে (Copa del Rey) ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। এবার লা লিগার (La Liga) খেতাব নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেও জয় পেল বার্সা।
El Classico Barcelona vs Real Madrid: এক মরসুমে চারবার এল ক্লাসিকো (El Classico) জয়! রিয়াল মাদ্রিদকে (Real Madrid) কোণঠাসা করে দিয়ে আরও এক খেতাব জয়ের দিকে এগিয়ে গেল বার্সেলোনা (FC Barcelona)। রবিবার লা লিগায় খেতাব নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ৪-৩ জয় পেল বার্সা। ব্যবধান বাড়তে পারত। তবে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে রিয়াল মাদ্রিদের লজ্জা বাড়েনি। এই জয়ের ফলে ৩৫ ম্যাচ খেলে ৮২ পয়েন্ট নিয়ে লা লিগা (La Liga) খেতাবের দিকে এগিয়ে গেল বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ৩৫ ম্যাচ খেলে ৭৫ পয়েন্টেই আটকে থাকল। ফলে পরের ম্যাচে এস্প্যানিওলের (Espanyol) বিরুদ্ধে জয় পেলেই লা লিগা চ্যাম্পিয়ন হবে বার্সা। ফলে এখন থেকেই ক্যাম্প ন্যু-তে উৎসব শুরু হয়ে গিয়েছে।
শুরুতেই পিছিয়ে পড়েও জয় বার্সার
এদিন বার্সা যে এভাবে জয় পাবে, ম্যাচের শুরুতে তা ভাবা যায়নি। ম্যাচের শুরুতে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছিল রিয়াল মাদ্রিদ। হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। কিন্তু তাঁর দল এই পারফরম্যান্সের মূল্য দিতে পারল না। ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন এমবাপে। এরপর ১৪ মিনিটের মাথায় তিনিই ব্যবধান বাড়ান। শুরুতে দু'গোলে পিছিয়ে পড়লেও, ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি বার্সা। ১৯ মিনিটে ব্যবধান কমান এরিক গার্সিয়া (Eric Garcia)। এরপর ৩২ মিনিটে সমতা ফেরান বিস্ময়-বালক ল্যামিন ইয়ামাল (Lamine Yamal)। ৩৪ মিনিটে বার্সাকে এগিয়ে দেন রাফিনহা (Raphinha)। তিনিই ৪৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন। এই গোলই বার্সার জয় নিশ্চিত করে। ৭০ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এমবাপে। কিন্তু তাতে লাভ হয়নি।
বুধবারই লা লিগা চ্যাম্পিয়ন হতে পারে বার্সা
২০২৩ সালে শেষবার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। এবার ফের লা লিগা ট্রফি যাচ্ছে ক্যাম্প ন্যু-তে। বুধবার লা লিগায় পরের ম্যাচে মায়োরকার (Mallorca) মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে যদি এমবাপেরা পয়েন্ট হারান, তাহলে সেদিনই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


-1684156376860.jpg)