সংক্ষিপ্ত
কয়েকদিন আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দাবি করেছেন, মেজর লিগ সকারের চেয়ে সৌদি প্রো লিগের মান ভালো। মুখে কিছু না বললেও, গোল করে জবাব দিলেন লিওনেল মেসি।
মেজর লিগ সকারে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা ক্লাবের হয়ে বিশ্বের সেরা ফুটবলার সই করায় অনেকেই অবাক হয়েছিলেন। তবে লিওনেল মেসি জানিয়েছেন, তিনি আর খেতাবের পিছনে ছুটতে চান না। মনের আনন্দে খেলে যেতে চান। যেটা করে তিনি আনন্দ পান এবং সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের আনন্দ দেন, সেই গোলই একমাত্র লক্ষ্য। ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচেই গোল করে দলকে জেতালেন মেসি। লিগস কাপের ম্যাচে ক্রাজ আজালের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামেন মেসি। শেষমুহূর্ত পর্যন্ত ম্যাচের ফল ছিল ১-১। সমালোচকরা দাঁত-নখ বের করে তৈরি ছিলেন। ঠিক সেই সময় ফ্রি-কিক পায় ইন্টার মায়ামি। মেসিই ফ্রি-কিক নিতে যান। অনায়াসে বিপক্ষের গোলকিপারকে হার মানান মেজর লিগ সকারের সবচেয়ে বড় তারকা।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসির খেলা দেখার জন্য হাজির ছিলেন মহিলা টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, এনবিএ-র ইতিহাসে সবচেয়ে বেশি স্কোর করা লিব্রন জেমস, মার্কিন সংবাদমাধ্যম জগতের বিখ্যাত ব্যক্তি কিম কার্দাশিয়ান। তাঁদের সামনে ম্যাচের ৫৪ মিনিটে বেঞ্জামিন ক্রিমাশির পরিবর্তে খেলতে নামেন মেসি। তখন ১-০ এগিয়েছিল ইন্টার মায়ামি। কিন্তু মেসি মাঠে নামার ১১ মিনিটের মধ্যেই গোল করে সমতা ফেরান ক্রাজ আজালের ইউরিয়েল আন্তুনা। এরপর ম্যাচ ড্রয়ের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই দেখা গেল মেসির বিখ্যাত বাঁ পায়ের জাদু। সম্মোহিত হয়ে গেল সারা বিশ্ব।
এদিন মেসির পাশাপাশি ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেললেন বার্সেলোনার প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেটস। ৫৪ মিনিটে ডেভিড রুইজের বদলে মাঠে নামেন বুস্কেটস। কয়েকদিন পরেই দলে যোগ দেবেন বার্সেলোনার অপর এক প্রাক্তন তারকা জর্ডি আলবা। মেসি, বুস্কেটস ও আলবা বার্সেলোনাকে বহু সাফল্য এনে দিয়েছেন। এবার ইন্টার মায়ামিকেও সাফল্য এনে দেওয়াই তাঁদের লক্ষ্য। প্রথম ম্যাচ থেকেই সেই লক্ষ্যে নিজের কাজ শুরু করে দিলেন মেসি।
বিশ্বকাপে গোল্ডেন বল জেতা প্রথম ফুটবলার হিসেবে মেজর লিগ সকারের ক্লাবে সই করেছেন মেসি। আড়াই বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি হয়েছে ইন্টার মায়ামির। বছরে ৫০ থেকে ৬০ মিলিয়ন মার্কিন ডলারের মতো পাবেন মেসি। প্রায় ৪ দশক আগে ইটালির অখ্যাত ক্লাব নাপোলিকে ইউরোপের সেরা করে তুলেছিলেন প্রয়াত দিয়েগো মারাদোনা। এবার তাঁরই দেখানো পথে মেজর লিগ সকারে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা ইন্টার মায়ামিকে সাফল্যের পথে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দিলেন মেসি।
আরও পড়ুন-
বার্সেলোনার প্রাক্তনীদের পুনর্মিলন, মেসি, বুস্কেটসের পর ইন্টার মায়ামিতে জর্ডি আলবা
কেরালা ব্লাস্টার্সে যোগ দিতে চললেন প্রবীর, চোখের জলে বিদায় মায়ের, আবেগপ্রবণ গীতশ্রীও