সংক্ষিপ্ত
সম্প্রতি পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দাবি করেছেন, মেজর লিগ সকারের চেয়ে এগিয়ে সৌদি প্রো লিগ। তবে লিওনেল মেসির পর ইন্টার মায়ামিতে যোগ দিলেন আরও ২ তারকা।
'মিনি বার্সেলোনা' হয়ে উঠছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি। এই ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় তারকা হিসেবে সই করেছেন লিওনেল মেসি। এরপর বার্সেলোনায় মেসির প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেটসও ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হন। এবার মেসি ও বুস্কেটসের সঙ্গে যোগ দিলেন বার্সেলোনায় তাঁদের প্রাক্তন জর্ডি আলবা। শুক্রবার লিগস কাপের ম্যাচে ক্রাজ আজালের বিরুদ্ধে খেলতে নামবেন মেসি। তার আগে বৃহস্পতিবার ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন আলবা। বুধবারই তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন এই তারকার স্ত্রী। পরের দিনই নতুন ক্লাবে যোগ দিলেন আলবা। এ বছরের মে মাসে তাঁর সঙ্গে বার্সেলোনার চুক্তি ছিন্ন হয়ে গিয়েছে। আরও এক মরসুম বার্সার সঙ্গে চুক্তি ছিল আলবার। কিন্তু তার আগেই যৌথ সম্মতিতে চুক্তি ছিন্ন করা হয়। ফলে ফ্রি-ট্রান্সফার হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দিলেন আলবা।
রবিবার ইন্টার মায়ামির ঘরের মাঠ ডিআরভি-পিএনকে স্টেডিয়ামে দর্শকদের সামনে হাজির হন মেসি ও বুস্কেটস। এবার তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন আলবা। বার্সেলোনায় ২০১২ থেকে ২০২১ পর্যন্ত মেসি ও বুস্কেটসের সঙ্গে খেলেছেন আলবা। ২০২১ সালে বার্সা ছেড়ে প্যারিস সাঁ-জা-য় যোগ দেন মেসি। এবার তিনি ২ প্রাক্তন সতীর্থর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছেন। বার্সার হয়ে খেলার সময় ১৮টি ট্রফি জেতেন আলবা। স্পেনের হয়ে ২০১২ সালের ইউরো কাপ ও নেশনস লিগও জেতেন এই তারকা। তিনি কবে ইন্টার মায়ামির সতীর্থদের সঙ্গে যোগ দেবেন, সেটা জানা যায়নি। সদ্য সন্তানের জন্ম দেওয়া স্ত্রীর পাশে আছেন আলবা। ফলে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছতে কয়েকদিন দেরি হতে পারে।
আলবার সঙ্গে চুক্তি প্রসঙ্গে ইন্টার মায়ামির চিফ সকার ডিরেক্টর ও স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন বলেছেন, ‘জর্ডি একজন সর্বগুণসম্পন্ন, দৃঢ়চেতা ও অভিজ্ঞ খেলোয়াড়। ও আমাদের দলে যোগ দেওয়ায় দল অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল। ও এক দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ও প্রমাণ করে দিয়েছে, বিশ্বের অন্যতম সেরা ফুলব্যাক। ও রক্ষণে যেমন অসাধারণ পারফরম্যান্স দেখায়, তেমনই আক্রমণেও দলকে সাহায্য করে। আমরা জানি, ও ইন্টার মায়ামিকে সাফল্য পেতে সাহায্য করবে।’
মেসির পর মেজর লিগ সকারে যোগ দিচ্ছেন একের পর এক ফুটবলার। এই লিগ ঘিরে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে। ইন্টার মায়ামির হয়ে মেসির প্রথম ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে।
আরও পড়ুন-
প্রি-সিজন ফ্রেন্ডলি ম্যাচে রট্যাক-ইগার্নকে ২৭-০ উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ
শুক্রবার প্রথম ম্যাচ খেলবেন, ইন্টার মায়ামির অনুশীলনে নেমে পড়লেন মেসি
কেরালা ব্লাস্টার্সে যোগ দিতে চললেন প্রবীর, চোখের জলে বিদায় মায়ের, আবেগপ্রবণ গীতশ্রীও