World Football: লিগ কাপ ফাইনালে পরাজিত হয়েছিলেন মেসিরা। কিন্তু আবারও ছন্দে ফিরলেন এই মহাতারকা। নিজেও গোল করলেন এবং অন্যকেও গোল করালেন। অন্যদিকে, জয় দিয়েই চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু হল রিয়াল মাদ্রিদ।

World Football: গোলে ফিরলেন লিওনেল মেসি (inter miami vs seattle sounders)। সিয়াটেলকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে লিগের লড়াইতে জয়ে ফিরল ডেভিড বেকহ্যামের দল ইন্টার মায়ামি। অন্যদিকে, জয় দিয়েই চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু হল রিয়াল মাদ্রিদ (real madrid vs olympique de marseille timeline)।

সেরা পাঁচে উঠে এল মেসিদের দল

প্রসঙ্গত, লিগ কাপ ফাইনালে পরাজিত হয়েছিলেন মেসিরা। কিন্তু আবারও ছন্দে ফিরলেন এই মহাতারকা। নিজেও গোল করলেন এবং অন্যকেও গোল করালেন। সিয়াটেলকে হারিয়ে মেজর লিগের ইস্টার্ন কনফারেন্সের সেরা পাঁচে উঠে এল মেসিদের দল। খেলার ১২ মিনিটে, ইন্টার মায়ামিকে প্রথমেই এগিয়ে দেন জর্ডি আলবা। এরপর ম্যাচের ৪১ মিনিটে, গোল করলেন ‘এলএম১০'। 

Scroll to load tweet…

তারপর শেষ গোলটি আসে ম্যাচের ৫২ মিনিটে। এক্ষেত্রে গোল করে দলকে নিশ্চিত জয়ের কাছে নিয়ে যান ইয়ান ফ্রে।তবে ৬৯ মিনিটে, একটি গোল শোধ করে সিয়াটেল। কিন্তু জয়ের জন্য তা একেবারেই যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। 

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কিলিয়ান এমবাপের জোড়া গোলে মার্সেইয়ের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে আবার গোলের বন্যা। সেই ম্যাচে ৮ গোলের রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গেল জুভেন্টাস ববাম বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে। ম্যাচ শেষ হয় ৪-৪ ফলাফল নিয়ে। 

Scroll to load tweet…

মার্সেইয়ের হয়ে খেলার ২২ মিনিটে, গোল করেন টিমোথি উইয়াহ। তবে ম্যাচের তবে ২৮ মিনিটে, সমতা ফেরায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করেন এমবাপে। কিন্তু ৭২ মিনিটে, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদ অধিনায়ক দানি কার্ভাহাল। একদিকে ট্রেন্টের চোট এবং আরেকদিকে কার্ভাহালের কার্ড, চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে নামার আগে বেজায় চাপে আছে রিয়াল। 

চ্যাম্পিয়ন্স লিগের খবর

এরপর খেলার ৮১ মিনিটে, ফের পেনাল্টি পায় তারা এবং সেই পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন সেই কিলিয়ান এমবাপে। এবারে আসা যাক সেই ম্যাচে, যেখানে গোলের বন্যা দেখা গেল। রুদ্ধশ্বাস ড্র জুভেন্টাস বনাম বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যে ম্যাচ। ৫০ মিনিটে পর্যন্ত, কোনও গোল হয়নি। ম্যাচের ৫২ মিনিটে, ডর্টমুন্ডের হয়ে প্রথম গোলটি করেন করিম আদিয়েমি। এরপর ৬৩ মিনিটে, জুভেন্টাসের হয়ে সমতা ফেরান ইলদিজ। 

Scroll to load tweet…

তার ঠিক কয়েক মুহূর্তের মধ্যেই ফেলিক্সের গোলে ফের লিড নেয় বরুসিয়া। আবার ৬৭ মিনিটে, জুভেন্টাসের হয়ে সমতা ফেরান ডুসান ভ্লাহোভিচ। কিন্তু খেলার ৭৪ মিনিটে, কৌতোর গোল এবং ৮৬ মিনিটে বেন্সেবাইনির গোলে ডর্টমুন্ড অনেকটা এগিয়ে অ্যায়। 

সেইসময়, খেলার ফলাফল ছিল ৪-২। কিন্তু ৯৪ মিনিটে ভ্লাহোভিচ এবং ৯৬ মিনিটে, লয়েড কেলি দুটি গোল করে আবারস সমতা ফেরান। শেষপর্যন্ত, ৪-৪ ফলাফল নিয়ে ম্যাচ শেষ হয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।