Mohamed Salah: ৩৩ বছর বয়সী সালাহ জানিয়েছেন, গত মরশুমে চুক্তি নবীকরণের সময় লিভারপুল ম্যানেজমেন্ট তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি।
Mohamed Salah: ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব লিভারপুল ছাড়তে চলেছেন সুপারস্টার মহম্মদ সালাহ (mohamed salah leaving liverpool)। কোচ আর্নে স্লট লিগের টানা তিনটি ম্যাচে, তাঁকে বেঞ্চে বসিয়ে রাখায় প্রতিবাদ হিসেবেই মহম্মদ সালাহ এবার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন (mohamed salah statement)।
লিভারপুলের সঙ্গে মানিয়ে চলা সম্ভব নয়?
কোচের সিদ্ধান্তের জেরে রীতিমতো ক্ষুব্ধ সালাহ প্রকাশ্যে জানিয়েছেন যে, কোচের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই এবং ক্লাব থেকে তাঁকে বের করে দেওয়ার চেষ্টাও নাকি চলছে। সালাহ আরও বলেন, ক্যারিয়ারে প্রথমবার এমন উপেক্ষা সহ্য করতে হচ্ছে তাঁকে এবং কোচের সিদ্ধান্ত তিনি একেবারেই মেনে নিতে পারছেন না। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, লিভারপুলের সঙ্গে মানিয়ে চলা সম্ভব নয় বলেও তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।
৩৩ বছর বয়সী এই মিশরীয় স্ট্রাইকার বলেন, গত মরশুমে চুক্তি নবীকরণের সময় লিভারপুল ম্যানেজমেন্ট তাদের দেওয়া প্রতিশ্রুতি একেবারেই পূরণ করেনি। এই তারকার কথায়, কোচের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল।
কিন্তু হঠাৎ করেই সম্পর্ক খারাপ হওয়ার কারণটা ঠিক কী, তিনি সেটা জানেন না। সালাহ অভিযোগ করেছেন, দলের কেউ হয়ত তাঁকে চায় না যে, তিনি লিভারপুলে থাকুন। আর সেই কারণেই, তাঁকে দল থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
১৫টি ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে
শনিবার, লিডসের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচেও সালাহকে বেঞ্চে বসতে হয়। সেই ম্যাচে, লিভারপুল ৩-৩ গোলে ম্যাচ ড্র করে। গত ৩০ নভেম্বর, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে, কোচ আর্নে স্লট প্রথমবারের জন্য মহম্মদ সালাহকে প্রথম একাদশের বাইরে রাখেন। এরপর সান্ডারল্যান্ড এবং লিডসের বিরুদ্ধে ম্যাচেও কোচ সালাহকে দলে খেলাননি। তারপর থেকেই সমস্যার শুরু।
গত মরশুমে, শিরোপা জেতা লিভারপুল এই মরশুমে ১৫টি ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে। পরিসংখ্যান বলছে, চলতি মরশুমে লিভারপুল মোট ৬টি ম্যাচে পরাজিত হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
