সংক্ষিপ্ত

কলকাতা ময়দানের ৩ বড় ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট ও মহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থকদের উপর নির্ভরশীল। এই ৩ ক্লাবেরই সমর্থক সংখ্যা বিশাল।

মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা বলেন, 'জান জান মহামেডান'। তাঁরা সবসময় ক্লাবের জন্য জান দিতে তৈরি। বৃহস্পতিবার সেটা প্রমাণ করে দিলেন মহামেডান স্পোর্টিংয়ের সমর্থক সিরাজউদ্দিন। এদিন কলকাতা লিগে আর্মি রেডের বিরুদ্ধে মহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ ছিল। সেই ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই সমর্থক। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সিরাজউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বাংলার ফুটবল মহলে শোকের ছায়া। মহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই সমর্থকের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। আইএফএ-র পক্ষ থেকেও মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। 

আইএফএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ময়দানে এক ফুটবলপ্রেমী সমর্থকের মৃত্যু। বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের মহামেডান স্পোর্টিং ক্লাব ও আর্মি রেড দলের মধ্যে নৈশালোকে আয়োজিত ম্যাচে মাঠেই উত্তেজনায় অসুস্থ হয়ে পড়েন মহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক খিদিরপুর মসজিদ গলির বাসিন্দা সিরাজউদ্দিন। তিনি রাজকুমার নামেই পরিচিত ছিলেন। বয়স হয়েছিল ৫৬ বছর। আইএফএ এর অ্যাম্বুলেন্সে তাঁকে এস এস কে এম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতে তাঁর বাড়িতে গিয়ে শোকগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত ও সহ-সভাপতি সৌরভ পাল, দিলীপ নারায়ণ সাহা, মহামেডান স্পোর্টিং ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ। তাঁরা পরিবারকে সমবেদনা জানান।’

 

 

এদিকে, মহামেডান স্পোর্টিং ক্লাবের তাঁবু নতুন করে সাজানো হয়েছে। কিছুদিন আগেই সেই তাঁবু উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই অনুষ্ঠানে বলেন, ইস্টবেঙ্গল, মোহনবাগান আইএসএল-এ খেলছে। মহামেডান কেন খেলবে না? আইএসএল-এ খেলতে হবে। দেশ-বিদেশে যে সমর্থকরা আছেন তাঁদের টাকাতেই আইএসএল খেলতে পারে মহামেডান। আপনাদের মাঠটা তো সুন্দর হয়েছে। গ্যালারিটা যা হয়েছে হয়েছে, গ্যালারিটাকে এখন ভরাট করতে হবে। আমি ৬০ লক্ষ টাকা দিয়ে গেলাম। কিন্তু আমি এসে দেখতে চাই, এটা কমপ্লিট হয়েছে। তোমাদের সমর্থকরা এত ভালো, এত ডেডিকেটেড। জান জান মহামেডান বলেছো, তার কারণ, তোমাদের হৃদয়টা মহামেডানে ভরা। যারা মহামেডানকে ভালোবাসে। আমরা মহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সাড়ে ৭ কোটি টাকা খরচ করেছি। ইস্টবেঙ্গলকেও দিয়েছি, মোহনবাগানকেও দিয়েছি। আইএফএ অ্যাফিলিয়েটেড ক্লাবগুলিকেও আমরা সাহায্য করি। আরও ৩৫ হাজার ক্লাবকে আমরা ৫,০০০ টাকা করে দিয়েছি।'

আরও পড়ুন-

Emami East Bengal FC: বেঙ্গালুরু এফসি থেকে লোনে ইস্টবেঙ্গলে অজয় ছেত্রী

Durand Cup 2023: বিতর্কিত পেনাল্টি, এফসি গোয়াকে ২-১ হারিয়ে ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান

Lionel Messi : লিওনেল মেসির কেরিয়ারের ৪৪-তম খেতাব, প্রথম ট্রফি ইন্টার মায়ামির