সংক্ষিপ্ত

বিদেশি ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের রেকর্ড বরাবরই ভালো। বৃহস্পতিবার নেক্সট জেন কাপের প্রথম ম্যাচেও ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে লড়াই করল ইস্টবেঙ্গলের যুব দল।

নেক্সট জেন কাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে লড়াই করেও হেরে গেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার অ্যাস্টন ভিলার ট্রেনিং গ্রাউন্ডে এই ম্যাচে নির্ধারিত সময়ে ০-১ হেরে যায় ইস্টবেঙ্গল। এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ২৫ মিনিট করে দুই অর্ধের খেলা হওয়ার পর টাইব্রেকার হয়। টাইব্রেকারে ২-৪ হেরে যায় ইস্টবেঙ্গল। ফলে নেক্সট জেন কাপের শুরুটা ভালোভাবে করতে পারল না লাল-হলুদ ব্রিগেড। তবে ভারত ও ইংল্যান্ডের ফুটবল পরিকাঠামো ও দক্ষতার কোনও তুলনাই চলে না। ক্রিস্টাল প্যালেসের যুব দলের একাধিক ফুটবলার ভবিষ্যতে ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, ইউরো কাপ, বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারেন। সেই দলের বিরুদ্ধে লড়াই করে ইস্টবেঙ্গলের মোটেই অগৌরবের নয়।

দুর্দান্ত লড়াই ইস্টবেঙ্গলের

ক্রিস্টাল প্যালেসের যুব দলের বেশিরভাগ ফুটবলারেরই উচ্চতা চোখে পড়ার মতো। দীর্ঘদিন ধরে উন্নত পরিকাঠামোয় একসঙ্গে খেলার সুবাদে তাদের বোঝাপড়া, পাসিং, ট্যাকল, ড্রিবল অসাধারণ। এই দলের বিরুদ্ধে প্রথম ১০ মিনিট নিজেদের অর্ধেই আটকেছিল ইস্টবেঙ্গল। তবে এরপর পরিবর্ত হিসেবে দেবজিৎ রায় নামার পর পাল্টা লড়াই শুরু করে ইস্টবেঙ্গল। একাধিকবার আক্রমণও দেখা যায়। কিন্তু প্রথমার্ধের শেষদিকে গোল হজম করে লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধেও লড়াই করে ইস্টবেঙ্গল। কিন্তু ভালো পারফরম্যান্স দেখানোর পরেও সমতা ফেরাতে পারেননি গুইতে ভ্যানলালপেকারা। নির্ধারিত সময়ের শেষমুহূর্তে পেনাল্টি পেতে পারত ইস্টবেঙ্গল। তবে পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি।

আরও ২ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল

শুক্রবার নেক্সট জেন কাপে পরের ম্যাচে এভারটন এফসি-র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। শনিবার তৃতীয় ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে খেলবে লাল-হলুদ ব্রিগেড। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

লাল-হলুদ জার্সিতে সবুজ-মেরুনের প্রাক্তন ডিফেন্ডার, ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা

অভিষেকেই গোল দিমির, পিছিয়ে পড়েও বড় জয় দিয়ে ডুরান্ড কাপ শুরু ইস্টবেঙ্গলের

East Bengal: দলবদলে ফের চমক ইস্টবেঙ্গলের, আসছেন বিশ্বকাপ খেলা উইঙ্গার