সংক্ষিপ্ত
বকেয়া বেতনের দাবিতে আবারও বিদ্রোহ মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ফুটবলারদের।
কিন্তু অনুশীলনে নামলেন শুধু সদ্য যোগ দেওয়া পাঁচ ফুটবলার। তারা হলেন রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান, মহীতোষ রায়, মনবীর সিং ও সাচু সিবি।
বকেয়া বেতনের দাবিতে মহমেডান ফুটবলারদের অসন্তোষ দীর্ঘদিন ধরেই চলছে। চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে পরিস্থিতি রীতিমতো যেন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। ফুটবলাররা অনুশীলন বয়কট করে ড্রেসিংরুমে বসেছিলেন। মহমেডান ফুটবলাররা অভিযোগ করেছেন, প্রত্যেকেরই প্রায় ২ মাসেরও বেশি বেতন বকেয়া রয়েছে। এমনকি, তারা অ্যাপার্টমেন্টের ভাড়াও দিতে পারছেন না।
মহেমেডান সিইও চেন্নাইয়িন ম্যাচের আগে বকেয়া মেটানোর আশ্বাস দেওয়ায় মাঠে নেমেছিলেন মিরজালল কাশিমভরা। শুধু তাই নয়, চেন্নাইয়ানের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে পড়া ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে তাদের। ২-২ গোলে ড্র করেই বঞ্চনার জবাব দেন মহমেডানের ফুটবলাররা।
তবুও বকেয়াই থাকে বেতন। সূত্রের খবর, সোমবার দুপুরে ক্লাব কর্তারা ফুটবলারদেরকে আলোচনার জন্য ডেকেছিলেন। কিন্তু তারা কেউ যাননি সেখানে এবং নামেননি অনুশীলনেও। যদিও ক্লাব কর্তাদের কেউ কেউ দাবি করেছেন, ফুটবলাররা কলকাতায় নেই। খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশিরা তো বটেই, মহমেডানের অধিকাংশ ফুটবলারই রয়েছেন কলকাতায়।
চেন্নাইয়ান ম্যাচের পরে কয়েকজন ভিন্ রাজ্যের ফুটবলার ছুটি কাটাতে বাড়ি গেছিলেন। অন্যদিকে, মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, তারা আর বিনিয়োগ করছে না। কিন্তু কেন? কারণ, ক্লাবের সঙ্গে ‘মউ’চুক্তির মেয়াদ ফুরিয়ে গেছে। তাছাড়া প্রতিশ্রুতি সত্ত্বেও শ্রাচীকে কোনও শেয়ার হস্তান্তর করা হয়নি। এহেন পরিস্থিতিতে তাই বিনিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শ্রাচী স্পোর্টস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।