PSG vs Inter Milan UCL Final 2025: চ্যাম্পিয়ন্স লিগের লড়াইতে রীতিমতো হাইভোল্টেজ ফাইনালে অনুষ্ঠিত হল। মুখোমুখি হয়েছিল পিএসজি বনাম ইন্টার মিলান (PSG vs Inter Milan 2025)।
PSG vs Inter Milan UCL Final 2025: জার্মানির মিউনিখ স্টেডিয়ামে শনিবার রাতে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয় পিএসজি বনাম ইন্টার মিলান (inter milan vs psg)। নিঃসন্দেহে হাড্ডাহাড্ডি ম্যাচ তো বটেই। সেইসঙ্গে, উত্তেজনাপূর্ণ ফুটবল উপভোগ করলেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। সবথেকে বড় বিষয়, সবুজ গালিচায় যেন ফুল ফোটালেন দুই দলের ফুটবলাররা (uefa champions league final)।
সেই ম্যাচেই বিরাট জয় পেল পিএসজি এবং জিতল চ্যাম্পিয়ন্স লিগ খেতাব
এদিন শুরু থেকেই জমে ওঠে এই ম্যাচ
তবে পিএসজি-র হয়ে বারবার ডেসিরি ডৌ চাপ বাড়াতে থাকেন ইন্টার মিলান ডিফেন্সের উপর। তবে এই ফরাসি উইঙ্গারের প্রাথমিক আক্রমণ রুখে দেন ইন্টার গোলরক্ষক ইয়ান সমার (champions league final live)।
কিন্তু ক্রমাগত আক্রমণ শানাতে থাকে পিএসজি। আর সেই সুবাদেই খেলার ১২ মিনিটে, ভিটিনহার ঠিকানা লেখা পাস টপ বক্সে পৌঁছে যায় আশরাফ হাকিমির কাছে। তিনি এক্ষেত্রে কোনও ভুল করেননি এবং সোজা বলকে জালে জড়িয়ে দেন। সেইসঙ্গে, প্যারিস সেন্ট জার্মেইন ১-০ ব্যবধানে এগিয়ে যায় (psg vs inter milan live)।

তবে সেখানেই শেষ নয়। ম্যাচের ২০ মিনিটে আবার গোল। এবার সেই ডেসিরি। তাঁর অনবদ্য গোলের সুবাদে খুব তাড়াতাড়ি খেলায় ২-০ ব্যবধানে লিড নেয় পিএসজি। আর ফাইনাল ম্যাচের মতো হাইভোল্টেজ গেমে প্রথমার্ধের শুরতেই দুই গোলে এগিয়ে যাওয়া মানে, আত্মবিশ্বাসের দিক দিয়েও নিজেদের অনেকটা উচ্চতায় নিয়ে যাওয়া।
তবে গোল খেলেও ম্যাচে ফিরে আসার চেষ্টা করে ইন্টারও। খেলার ৩১ মিনিটে বারেলা আক্রমণ তুলে আনলেও তা পিএসজি ডিফেন্ডাররা তা ক্লিয়ার করে দেন। এরপর খেলার ৩৮ মিনিটে, থুরামের হেড একটুর জন্য বাইরে চলে যায়। অন্যদিকে, পিএসজি-র হয়ে এই ম্যাচে প্রচুর ওয়ার্কলোড নেন ফ্যাবিয়ান রুইজ। তবে আর কোনও গোল হয়নি।
![]()
প্রথমার্ধ শেষ হয় ২-০ ফলাফল নিয়েই
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পাল্টা আক্রমণে আসার চেষ্টা করে ইন্টার মিলান। খেলার ৪৯ মিনিটে, তারা একটি কর্নারও আদায় করে। কিন্তু সেই কর্নার থেকে গোল আসেনি। এরপর ম্যাচের ৫২ মিনিটে, সুযোগ চলে আসে পিএসজি-র সামনেও। তবে এক্ষেত্রেও গোল আসেনি।
কিন্তু শনিবারের রাত যেন ছিল পুরোটাই নাটকীয়তায় মোড়া। ঠিক যখন ইন্টার একটু একটু করে চেষ্টা করছে ম্যাচে ফেরার, তখনই ফের পিএসজি ঝড় শুরু। খেলার ৬৩ মিনিটে, ডেসিরির অনবদ্য গোলে ম্যাচে আরও এগিয়ে যায় তারা। আর সেই গোলের পর কার্যত, গ্যালারিতে উৎসব শুরু করে দেন পিএসজি সমর্থকরা।

তবে সেখানেই শেষ নয়। ম্যাচের ৭৩ মিনিটে, আবার গোল। এবার গোল করেন কোয়ারাটসখেলিয়া। খেলার ফলাফল তখন ৪-০। তবে পিএসজি-র মাঝমাঠে এদিন বড় ভূমিকা নেন ভিটিনহা। মিডফিল্ড থেকে লাগাতার আক্রমণ তুলে আনতে থাকেন তিনি এবং একইসঙ্গে বল বাড়াতে থাকেন ফরোয়ার্ডদের দিকে। কখনও ডানপ্রান্ত, আবার কখনও বাঁ-প্রান্ত ব্যবহার করে ইন্টার ডিফেন্সকে পুরো তছনছ করে দেন।
সবথেকে বড় বিষয়, ডামফ্রিস, বাস্তোনি এবং পাভার্ডদের রীতিমতো অসহায় দেখায় একটা সময়। আর ইন্টারের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সেনি মায়ুলু। তাঁর অনবদ্য গোলেই ৫-০ ব্যবধানে লিড নেয় পিএসজি। বলা চলে ইন্টার মিলানকে কার্যত, গোলের মালা পরাল তারা। গোটা ম্যাচে অসাধারণ ফুটবল খেলে দাপুটে জয় ছিনিয়ে নিল লুই এনরিকের ছেলেরা।
শেষপর্যন্ত, ৫-০ গোলে ইন্টার মিলানকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতল পিএসজি

ম্যাচ শেষে ইন্টার সমর্থকদের চোখে জল। কিন্তু পিএসজি সমর্থকদের চোখেও জল। কারণ, জয়ের আনন্দে। গ্যালারি জুড়ে উচ্ছ্বাস এবং মাতোয়ারা সকলে তখন। ফুটবলই পারে এই অনাবিল আনন্দে ভাসিয়ে নিয়ে যেতে। অপরদিকে, এদিন ম্যাচ শুরুর আগে একাংশ পিএসএজি সমর্থক প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন। এমনকি, এদিন মাঠেও তারা অন্যান্য টিফোর সঙ্গে একটি টিফো লিখেছিলেন, যেখানে পরিষ্কার প্যালেস্টাইনের উপর আক্রমণের বিরোধিতা করে এবং স্পষ্ট বার্তা দেন পিএসজি সমর্থকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।