BAR vs INT UCL Semifinal: সবুজ গালিচায় যেন সিনেমার মতো কিছু মুহূর্ত তৈরি হল। আর সেই ম্যাচে, রীতিমতো দাপট দেখিয়ে জয় হাসিল করল ইন্টার মিলান (inter vs barca 2nd leg)।

BAR vs INT UCL Semifinal: মধ্যরাতে ফুটবলের মহারণ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের (UCL Semifinal) দ্বিতীয় লেগে মঙ্গলবার রাতে, ইন্টারের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা বনাম ইন্টার মিলান (inter vs barcelona)। আর সেই ম্যাচে যেন সবুজ গালিচায় ফুল ফোঁটালেন দুই দলের ফুটবলাররা। আক্ষরিক অর্থেই একটি দুর্দান্ত ফুটবল ম্যাচ উপভোগ করলেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমী জনতা (fc barcelona vs inter milan)।

আর সেই ম্যাচে, রীতিমতো দাপট দেখিয়ে জয় হাসিল করল ইন্টার মিলান (inter vs barca 2nd leg)। ফলাফল ৪-৩। 

শুরু থেকেই জমে ওঠে এই ম্যাচ। ম্যাচের ১০ মিনিটেই, একটি বিপজ্জনক আক্রমণ তুলে আনেন ইন্টার মিলানের ডামফ্রিজ। তবে সেক্ষেত্রে বিপদ কিছু ঘটেনি। এরপর খেলার ১৫ মিনিটে, থুরাম অ্যাটাক করার চেষ্টা করেন। কিন্তু এক্ষেত্রেও কোনও গোল হয়নি।

তবে ম্যাচের ডেডলক ভাঙে ২১ মিনিটে। লাউটারো মার্টিনেজের গোলে লিড নেয় ইন্টার মিলান। খেলার ফলাফল তখন ১-০। আর প্রথম লেগের ম্যাচের নিরিখে এগ্রিগেট ৪-৩ (inter milan vs fc barcelona live)।

তবে পাল্টা আক্রমণে উঠে আসার চেষ্টা করে বার্সেলোনাও। খেলার ২৫ মিনিটে, বিপজ্জনক আক্রমণ তুলে আনেন পেদ্রি। সেইসঙ্গে, দানি অল্মো এবং লামিনে ইয়ামালও একাধিক আক্রমণ তৈরি করতে থাকেন। তবে গোল যেন কিছুতেই আসছিল না (inter milan vs barcelona 3-1)।

কিন্তু ম্যাচের ৪৪ মিনিটে, পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করে বসেন বার্সা ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে ভিএআর চেক করতে যান রেফারি এবং তৎক্ষণাৎ পেনাল্টির নির্দেশ দেন। সেই পেনাল্টি থেকে গোল করে যান হাকান ক্যালহানোগলু। আর সেই গোলের সুবাদেই আরও এগিয়ে যায় ইন্টার মিলান। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় ২-০ ফলাফল নিয়ে।

কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই যেন বার্সা ঝড়া আরম্ভ হয়ে যায়। ম্যাচের ৫৪ মিনিটে, এরিক গার্সিয়ার দুরন্ত গোলে লড়াইতে ফেরে তারা। তবে সেখানেই শেষ নয়। সেই গোলের পর আরও আক্রমণ তুলে আনতে শুরু করে বার্সেলোনা। আর সেই সুবাদেই খেলার ৬১ মিনিটে, দানি অল্মোর অনবদ্য হেডে খেলায় সমতা ফেরায় বার্সেলোনা।

Scroll to load tweet…

আক্ষরিক অর্থেই যেন মধ্যরাতে চূড়ান্ত নাটকীয়তায় মোড়া ম্যাচ। তবে এদিন ইন্টার গোলকিপার সমারের প্রশংসা করতেই হবে। একের পর এক অবিশ্বাস্য সেভ করলেন তিনি। আর যতই সময়ে এগোয় ততই যেন সাঁড়াশি আক্রমণ শুরু করেন ইয়ামালরা।

সেই ইয়ামালের একটি শট কার্যত, শরীর ছুঁড়ে সেভ করেন সমার। ইন্টারের ঘরের মাঠে ম্যাচ হলেও যথেষ্ট দাপট দেখায় বার্সেলোনা। তবে নাটকের তখনও অনেক বাকি। ম্যাচের ৮৮ মিনিটে র‍্যাফিনহার শট প্রথমবার রুখে দিলেও দ্বিতীয়টি আর পারেননি সমার। ডান পায়ের জোরালো শটে গোল করে যান তিনি। খেলার ফলাফল তখন ৩-২ (inter milan vs fc barcelona matches)।

যখন সবাই প্রায় ধরে নিয়েছে যে, বার্সেলোনা ম্যাচ বের করে নিয়ে চলে যাচ্ছে। ঠিক তখনই যেন ম্যাজিক। অ্যাকারবির বুদ্ধিদীপ্ত গোলে সমতা ফেরায় ইন্টার মিলান। তখন অতিরিক্ত সময় চলছে ম্যাচের। আর সেই গোলের সুবাদে ফলাফল তখন ৩-৩।

ফলে, ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। আর সেখানে ম্যাচের ৯৯ মিনিটে, যেন আবার চমক। ডেভিড ফ্রাটেসির গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। ম্যাচের ফলাফল তখন ৪-৩। আর এগ্রিগেটের বিচারে ৭-৬। এরপর আর কোনও গোল হয়নি (football live)। 

শেষপর্যন্ত, ৪-৩ গোলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল ইন্টার মিলান। এগ্রিগেট ৭-৬।