সংক্ষিপ্ত

লা লিগায় (La Liga) লাগাতার দাপট দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। এসপ্যানিওলকে হারিয়ে স্পেনের লিগে টানা ৩৮টি ম্যাচ অপরাজিত আনসেলোত্তির দল।

লা লিগায় (La Liga) লাগাতার দাপট দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। এসপ্যানিওলকে হারিয়ে স্পেনের লিগে টানা ৩৮টি ম্যাচ অপরাজিত আনসেলোত্তির দল।

এই নিয়ে এক বছর হয়ে গেল, লা লিগায় তাদের কেউ হারাতে পারেনি। অন্যদিকে, ইপিএলের (EPL) নতুন মরশুমেও ধারাবাহিকতার সমস্যা অব্যাহত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United)। এক ম্যাচে জিতলে, পরের ম্যাচেই হার অথবা ড্র। এদিন ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল টেন হ্যাগের দলকে।

যেখানে ইপিএলে লিভারপুল দুরন্ত ফুটবল খেলেই জয়ের রাস্তায় ফিরে এল। সেইসঙ্গে, সিটিকে পিছনে ফেলে উঠে এল লিগ টেবিলের একেবারে শীর্ষস্থানে।

লা লিগায় প্রথমে পিছিয়ে পড়েও এসপ্যানিওলকে কার্যত ৪-১ গোলে উড়িয়ে দিল আনসেলোত্তির ছেলেরা। বদলি হিসেবে নেমে ম্যাচের নায়ক বনে গেলেন ভিনিসিয়াস জুনিয়র। একদিকে নিজে গোল করলেন। অপরদিকে গোল করালেনও। বাকি তিনটি গোল করেন কার্ভাহাল, রদ্রিগো এবং এমবাপে।

এই নিয়ে লা লিগায় টানা ৩৮টি ম্যাচ অপরাজিত রইল রিয়াল মাদ্রিদ। শেষবার তারা ম্যাচ হেরেছিল গত বছরের সেপ্টেম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। এরপর থেকে গোটা একবছর ধরে স্পেনের মাটিতে অপরাজিত রিয়াল মাদ্রিদ।

এদিকে ইপিএলে নিজেদের আগের ম্যাচে সাউদাম্পটনকে ৩-০ গোলে হারিয়ে দিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিল রেড ডেভিলরা। মাঝে আবার তারা ইএফএল কাপের ম্যাচ জিতেছেন ৭ গোলের ব্যবধানে। কিন্তু এদিন ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থায়। বল দখল কিংবা গোলমুখী শট, সবদিকেই এগিয়ে ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

কিন্তু গোলের দরজা খুলল না। জির্কজি, দিয়ালো, গারনাচোর তরুণ আক্রমণভাগ দিয়েও কাজ হল না। পরে হোইলুন্ড, র‍্যাশফোর্ডরা নেমেও ম্যাচের ফলাফল বদলে দিতে পারলেন না।

অন্য ম্যাচে লিভারপুল ৩-০ গোলে জয় পেল বোর্নমাউথের বিরুদ্ধে। লিভারপুলের হয়ে এদিন জোড়া গোল করেন লুইস দিয়াজ। একটি গোল ডারউইন নুনেজের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।