SAFF U-17 Championship 2025: সেই ম্যাচেই ৩-২ গোলে জয় ছিনিয়ে আনে তরুণ ব্লু-টাইগার্স ব্রিগেড। কার্যত, পাকিস্তানকে নাস্তানুবাদ করে ছাড়েন ভারতের ছোটরা। গ্রুপ বি-র লড়াইতে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। খেলার ৩১ মিনিটে, ভারত এগিয়ে যায় গাংতের গোলে।
SAFF U-17 Championship 2025: ফুটবলেও পাকিস্তানকে পিছনে ফেলল ভারত। ক্রিকেটের পর এবার ফুটবলেও পাকিস্তানকে খেলার মাঠে হারাল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার, অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম পাকিস্তান (saff u17 championship 2025)।
পাকিস্তানকে নাস্তানুবাদ করে ছাড়েন ভারতের ছোটরা
সেই ম্যাচেই ৩-২ গোলে জয় ছিনিয়ে আনে তরুণ ব্লু-টাইগার্স ব্রিগেড। কার্যত, পাকিস্তানকে নাস্তানুবাদ করে ছাড়েন ভারতের ছোটরা। গ্রুপ বি-র লড়াইতে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। খেলার ৩১ মিনিটে, ভারত এগিয়ে যায় গাংতের গোলে।
অধিনায়ক ডেনি সিং-এর অনবদ্য ক্রস থেকে গোল করে যান গাংতে। সেই গোল পেতেই, আক্রমণে আর ঝড় তোলে ইন্ডিয়া। আর সেই অ্যাটাক সামলাতে রীতিমতো হিমশিম খেয়ে যায় পাকিস্তান।
ম্যাচের ৪২ মিনিটে, পেনাল্টি পায় পাকিস্তান। মহম্মদ আবদুল্লাহের গোল করে সমতা ফেরান। এরপর আর কোনও গোল হয়নি। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ ফলাফল নিয়ে। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে, গুনলেইবার অনবদ্য গোলের সুবাদে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ব্লু-টাইগার্সরা।
ভারতের সংগ্রহে কত পয়েন্ট?
তারপর আবার খেলার ৭০ মিনিটে, হামজা ইয়াসিরের গোলে সমতা ফেরায় পাকিস্তান। কিন্তু ভারত তো জিততে মাঠে নামে। জবাব দিতে মাঠে নামে। তাই ম্যাচের ৭৩ মিনিটে রাহান আহমেদের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে লিড নেয় টিম ইন্ডিয়া। আর এই জয়ের ফলে, গ্রুপ বি থেকে শীর্ষে রইল ভারত। কারণ, তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে তারা। আপাতত ভারতের সংগ্রহে ৯ পয়েন্ট। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তাদের দখলে ৬ পয়েন্ট।
তবে ফুটবলের লড়াইতে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে ভারতের জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হয়ে রইল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
