Indian Football: সাফ ফুটবলে ভারতের আধিপত্য অব্যাহত। গত কয়েক দশকে বারবার সিনিয়র পর্যায়ে বারবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এবার পুরুষদের অনূর্ধ্ব-১৯ সাফ ফুটবলেও চ্যাম্পিয়ন হল ভারত।
SAFF U-19 Championship 2025: বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ (SAFF U-19 Championship 2025) জিতল ভারতীয় ফুটবল দল। রবিবার অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ইউপিয়ায় (Yupia) গোল্ডেন জুবিলি আউটডোর স্টেডিয়ামে (Golden Jubilee Outdoor Stadium) বাংলাদেশের বিরুদ্ধে টাইব্রেকারে জয় পেল ভারতীয় দল। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। এরপর টাইব্রেকারে ৪-৩ জয় পেল ভারত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভারতীয় দলকে এগিয়ে দেন সিংগামাইউম শামি (Singamayum Shami)। প্রথমার্ধে আর গোল হয়নি। এরপর ৬১ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান মহম্মদ জয় আহমেদ (Md Joy Ahamed)। শেষপর্যন্ত টাইব্রেকারে জয় পেল ভারত। অরুণাচল প্রদেশে এই টুর্নামেন্ট শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সম্প্রতি উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের বিভিন্ন জায়গার নতুন নামকরণ করেছে চিন। সেখানেই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে চিনকে বার্তা দিল ভারত। গত বছর থেকে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। 'সেভেন সিস্টার্স' নিয়ে ক্রমাগত উস্কানি দিয়ে চলেছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে উত্তর-পূর্ব ভারতের এক রাজ্যে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকেও জবাব দিল ভারত।
টাইব্রেকারে টানটান উত্তেজনার মধ্যে জয় ভারতের
টাইব্রেকার চলাকালীন চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় শট নিতে যান রোহেন সিং (Rohen Singh)। তাঁর দুর্বল শট সেভ করে দেন বাংলাদেশের গোলকিপার মহম্মদ ইসমাইল হোসেন মাহিন (Md Ismail Hossain Mahin)। ফলে চাপে পড়ে যায় ভারতীয় দল। তবে দলকে চাঙ্গা রাখতে সক্ষম হন প্রধান কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ (Bibiano Fernandes)। ভেঙে পড়ার বদলে লড়াই চালাতে থাকে ভারতীয় দল। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সলের (Nazmul Huda Faysal) শট বারের উপর দিয়ে উড়ে যায়। ফলে ম্যাচে ফেরে ভারত। বাকি শটগুলিতে গোল করে ভারত। গোলকিপার সুরজ সিং আহেইবাম বাংলাদেশের সালাহউদ্দিন সাহেদের (Salahuddin Sahed) শট আটকে দেন। পঞ্চম শটে গোল করেন ভারতের অধিনায়ক। ফলে চ্যাম্পিয়ন হয় ভারত।
ভারতের জয় উচ্ছ্বসিত দর্শকরা
গত দু'দশকে উত্তর-পূর্ব ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ফুটবল। মণিপুর, মিজোরাম, মেঘালয়ের মতো রাজ্যগুলিতে এখন প্রধান খেলা ফুটবল। উত্তর-পূর্ব ভারতের অনেক ফুটবলার বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলছেন। জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলেও উত্তর-পূর্ব ভারতের অনেক খেলোয়াড় আছেন। এই কারণে অরুণাচল প্রদেশের ফুটবলপ্রেমীরা ভারতীয় দলের জয়ে উচ্ছ্বসিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


