SAFF U-17 Championship 2025: নির্ধারিত সময় পর্যন্ত, ম্যাচের ফলাফল ছিল ২-২। তাই টাইব্রেকারে নিষ্পত্তি হয় এই ম্যাচের। পেনাল্টি শ্যুট আউটে ৪-১ গোলে বাংলাদেশকে হারিয়ে দিল ভারত। নিঃসন্দেহে বাজিমাৎ টিম ইন্ডিয়ার।

SAFF U-17 Championship 2025: অনূর্ধ্ব-১৭ সাফ কাপের ফাইনালে দুরন্ত জয় ভারতীয় ফুটবল দলের (saff u17 championship 2025 final)। কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে, বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নিল ব্লু-টাইগার্সরা (india vs bangladesh saff u17 final)। 

বাজিমাৎ টিম ইন্ডিয়ার

নির্ধারিত সময় পর্যন্ত, ম্যাচের ফলাফল ছিল ২-২। তাই টাইব্রেকারে নিষ্পত্তি হয় এই ম্যাচের। পেনাল্টি শ্যুট আউটে ৪-১ গোলে বাংলাদেশকে হারিয়ে দিল ভারত। নিঃসন্দেহে বাজিমাৎ টিম ইন্ডিয়ার।

Scroll to load tweet…

শনিবার, শুরু থেকেই অসাধারণ ফুটবল উপহার দেয় ভারত। খেলার ৪ মিনিটে, দাল্লালমুওন গাংতের গোলে এগিয়ে যায় তারা। এরপর আরও চাপ বাড়াতে শুরু করে ভারত। চলতে থাকে প্রেসিং ফুটবল। তবে ম্যাচের ২৫ মিনিটে, সমতা ফেরায় বাংলাদেশ। মহম্মদ আরিফের কর্নার থেকে গোল করে মহম্মদ মানি।

২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ

কিন্তু ভারত যেন এদিন জিততেই মাঠে নামে। ম্যাচের ৩৮ মিনিটে, আজলান শাহের গোলে ২-১ ব্যবধানে লিড নেয় ব্লু-টাইগার্সরা। প্রসঙ্গত, এর আগে সেমিফাইনালে নেপালের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পায় ভারত। অন্যদিকে, পাকিস্তানকে আবার ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

Scroll to load tweet…

খেলার দ্বিতীয়ার্ধেও বেশ ভালো লড়াই হয়। দুটি দলই বেশ কিছু সুযোগ তৈরি করে। তবে গোল আসছিল না। ভারত এবং বাংলাদেশের দুই গোলকিপার এদিন অসাধারণ কিছু সেভ করেন। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে, বাংলাদেশের হয়ে সমতা ফেরান ঈশান হাবিব। 

তারপর আর কোনও গোল না হওয়ায়, খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই রাজার মতো ফিরে আসে ভারত। পেনাল্টি শ্যুট আউটে ৪-১ গোলে বাংলাদেশকে পরাজিত করে ভারতীয় ফুটবল দল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।