SIR West Bengal: , প্রাক্তন এই জাতীয় ফুটবলারকে নোটিস পাঠানো হয়েছে শনিবার। উল্লেখ্য, জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি, প্রাক্তন ক্রিকেটার তথা লক্ষ্মীরতন শুক্লাদেরও ডাক এসেছে শুনানির জন্য।

SIR West Bengal: বঙ্গ ফুটবলের গর্ব রহিম নবিকে এবার পড়তে হল হেনস্থার সামনে (sir hearing date in west bengal)। ভারতীয় ফুটবলের ঐতিহ্যমণ্ডিত দুই ক্লাব তথা মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন তিনি। সবথেকে জাতীয় দলের হয়েও বহু ম্যাচে ভারতের হয়ে মাঠে নেমেছেন। তাঁকেই কিনা এবার এসআইআর নোটিস দিল জাতীয় নির্বাচন কমিশন (sir hearing list)। 

দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ফুটবলারকেও এসআইআর হেনস্থা

প্রসঙ্গত, আগেই কম্পটন দত্ত এবং মেহতাব হোসেনকে তলব করা হয়েছে। এবার এসআইআর শুনানিতে তলব করা হল জাতীয় দলের প্রাক্তন ফুটবলার তথা বাংলা ফুটবলের গর্ব রহিম নবিকে। 

জানা যাচ্ছে, প্রাক্তন এই জাতীয় ফুটবলারকে নোটিস পাঠানো হয়েছে শনিবার। উল্লেখ্য, জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি, প্রাক্তন ক্রিকেটার তথা লক্ষ্মীরতন শুক্লাদেরও ডাক এসেছে শুনানির জন্য। সেইসঙ্গে, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, কম্পটন দত্ত এবং অলোক মুখোপাধ্যায়দেরও ডাক এসেছে কমিশনের তরফে। 

প্রতিবাদে পথে নামেন ক্রীড়াবিদরা

অদ্ভুত বিষয় হল, যে খেলোয়াড়রা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বা করছেন, তাদেরও নাকি নিজেদের বৈধ ভোটার বলে প্রমাণ করতে হবে! এমনটা আর কোনও দেশে হয়েছে কি? উঠছে প্রশ্ন। খেলোয়াড়দের এসআইআর-এর নামে হেনস্থা করার অভিযোগ ইতিমধ্যেই স্বামী বিবেকানন্দের জন্মদিনে প্রতিবাদে পথে নামেন ক্রীড়াবিদরা। 

যেভাবে খেলোয়াড়দের কাছে নোটিস পাঠানো হচ্ছে, তাতে রীতিমতো তাদের অপমান করা হচ্ছে বলে অভিযোগ অনেকেরই। দেশের হয়ে মাঠে নামা এবং লড়াই করা খেলোয়াড়দের কাছেও যাচ্ছে এসআইআর নোটিস। জাতীয় নির্বাচন কমিশন বাদ তলব করছে দেশের জার্সিতে মাঠে নামা খেলোয়াড়দেরও। 

কিন্তু এই বিষয়ে জোরালো প্রতিবাদ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে সেইভাবে জোরালো প্রতিবাদ দেখা না গেলেও, তৃণমূল সুপ্রিমো একাধিকবার এই প্রসঙ্গে নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিশানা করেছেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।