Souvik Chakraborti East Bengal: ইস্টবেঙ্গলেই থাকছেন শৌভিক। তাঁর সঙ্গে এবার চুক্তি বাড়িয়ে নিল লাল হলুদ। 

Souvik Chakraborti East Bengal: কোথাও যাচ্ছেন না শৌভিক, থাকছেন ইস্টবেঙ্গলেই। লাল হলুদের সঙ্গে নতুন করে দুই বছর চুক্তি সেরে নিলেন শৌভিক চক্রবর্তী। শনিবার, একটি বিবৃতি দিয়ে এই কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। 

অর্থাৎ, আরও ২ বছর ইস্টবেঙ্গল জার্সিতে খেলবেন শৌভিক

আগামী ২০২৬-২৭ মরশুম পর্যন্ত লাল হলুদেই থাকবেন তিনি। প্রসঙ্গত, গত ২০২২ সালে হায়দ্রাবাদ থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন শৌভিক। তারপর থেকে ক্রমশই লাল হলুদের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। ইস্টবেঙ্গলের হয়ে ৬৫টি ম্যাচে মোট ৪৬০১ মিনিট মাঠে ছিলেন তিনি। সেইসঙ্গে, একটি করে গোল এবং অ্যাসিস্টও রয়েছে তাঁর নামের পাশে। তাছাড়া গত মরশুমে লাল হলুদের হয়ে ২৮টি ম্যাচে মাঠে নেমেছেন শৌভিক। এমনকি, এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের বিরুদ্ধেও গোল করেছেন। বলা চলে, ইস্টবেঙ্গল মাঝমাঠের অন্যতম বড় ভরসা হলেন শৌভিক চক্রবর্তী।

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়ো কী বলেছেন? 

তাঁর কথায়, “শৌভিকের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়ে আমরা আসলে শুধুমাত্র একজন প্রতিভাকেই যে ধরে রাখলাম এমনটা নয়। বরং, এই ক্লাবের প্রতি ওর দায়বদ্ধতাকেও সম্মান জানালাম। মাঠ এবং মাঠের বাইরে ইস্টবেঙ্গলের সম্মান রক্ষা করার ব্যাপারে সবার আগে থাকে শৌভিক। সতীর্থদের থেকে টিক কীভাবে সমীহ আদায় করে নিতে হয়, সেটা ও খুব ভালোভাবেই জানে।”

অন্যদিকে, শৌভিক নিজে জানিয়েছেন, "গত তিন বছর ধরে ইস্টবেঙ্গলের হয়ে খেলা আমার জীবনের অন্যতম একটা গর্বের সময়। আমরা সুপার কাপ জিতেছি এবং অনেক স্মৃতি তৈরি হয়েছে। পরের দুটি মরশুমেও সেই পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করব। আরও সাফল্য এনে দিতে চাই ইস্টবেঙ্গলকে।”

ফলে, কোথাও যাচ্ছেন না তিনি। ইস্টবেঙ্গলেই থাকছেন শৌভিক। তাঁর সঙ্গে এবার চুক্তি বাড়িয়ে নিল লাল হলুদ।আরও দুই বছরের চুক্তি বৃদ্ধি এই বঙ্গ ফুটবলারের সঙ্গে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।