Sunil Chhetri: সদ্য আইএসএল ফাইনালে (ISL Final 2025) মোহনবাগানের কাছে পরাজিত হয়েছেন তারা। আর তারপরেই মুখ খুললেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)।

Sunil Chhetri: আইএসএল ফাইনালে হার! সাড়া জাগিয়ে ফাইনালে উঠলেও সবুজ মেরুনের বিরুদ্ধে পরাজিত হয় বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। কার্যত, তীরে এসে তরী ডুবেছে। ফলে, খালি হাতেই ফিরতে হয়েছে সুনীল ছেত্রীদের (Sunil Chhetri)। কিন্তু সেই হারের জ্বালা দ্রুত ভুলতে চাইছেন সুনীল নিজে। তাই এখন ট্রফি জেতাই তাঁর পাখির চোখ বলে জানিয়েছেন এই তারকা ফুটবলার।

View post on Instagram

প্রসঙ্গত, গত ২০২৩ সালেও তারা এই মোহনবাগানের কাছেই পরাজিত হন। তারপর আবার চলতি ২০২৫ সালের ফাইনালে হার। আর এই হারের ধাক্কা তাঁকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। তারপরেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেন সুনীল (Sunil Chhetri total goals)।

সেখানে তিনি লেখেন, “ফাইনালে হারের পর, সবাই যা করে তা আমিও করেছিলাম। আমরা একসঙ্গে বসেছিলাম। ফ্রিকিক কিংবা হেডার, সবকটি হাফ চান্স আমরা পেয়েছিলাম। কিন্তু গোল হয়নি। সবকিছু নিয়ে ভেবেছি আমি। এটাও আমি জানি যে, আপনারা কী ভাবছেন এবং অনুভব করছেন।”

তিনি আরও যোগ করেছেন, “আর সেইজন্যই এমন একটা উপদেশ দেব যে, যা আমার আইডিওলজির সঙ্গে একদম মেলে না। আপাতত নিজের প্রিয় আইসক্রিম খাও এবং ডায়েট ভুলে যাও। জিমে একদম যেও না। আসলে যা কিছু তোমার মনকে ভালো করে দিতে পারে, তেমন সবকিছু করো। আমরা অনেক ফাইনাল হেরেছি এবং তারপর আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছি। বিএফসি-কে (BFC) কীভাবে পরিচালনা করতে হয়, তা আমরা জানি এবং এটিই একমাত্র উপায়।”

আর একটি বিষয় তিনি পরিষ্কার করে দিয়েছেন, “এই যন্ত্রণা একমাত্র ট্রফি জয়ের মাধ্যমেই কমানো সম্ভব।” অর্থাৎ, শুরু হচ্ছে সুপার কাপ। আর সেই সুপার কাপ জেতার জন্যই যে বেঙ্গালুরু মাঠে নামবে, তা কার্যত পরিষ্কার করে দিয়েছেন সুনীল নিজেই। শুধু তাই নয়, তা হবে আগামীর প্রস্তুতি। কারণ, পরেরবার তারা আইএসএল ট্রফিও জিততে চাইছেন (Sunil Chhetri Back)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।