Sunil Chhetri: চলছে টালবাহানা! আপাতত স্থগিত আইএসএল। কয়েকদিন আগেই ক্লাবগুলিকে চিঠি দিয়ে এই কথা জানিয়ে দিয়েছে প্রতিযোগিতার আয়োজক এফএসডিএল (FSDL)।
Sunil Chhetri: উদ্বিগ্ন ভারতীয় ফুটবলের অন্যতম তারকা তথা ‘দ্য ক্যাপ্টেন’ এবং ‘দ্য লেজেন্ড’, সুনীল ছেত্রী। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ক্লাবগুলিকে চিঠি দিয়ে এই কথা জানিয়ে দিয়েছে প্রতিযোগিতার আয়োজক এফএসডিএল (FSDL)।
আর সেই খবরেই রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন সুনীল ছেত্রী। সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে তিনি এই কথা জানিয়েছেন। আসলে দেশের ফুটবলের ব্যবস্থাপনা এবং পরিকাঠামো নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত, ব্যথিত এবং ভীত বলেই বুঝিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, আইএসএলে বেঙ্গালুরু এফসি-র হয়ে খেলেন সুনীল ছেত্রী। ২ বছর আগে আইএসএল কাপ জেতে তাঁর দল। সুনীল এবার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “এমনিতেই আমি ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। সময় যেন ক্রমশই কমে আসছে। কিন্তু বিভিন্ন ক্লাবের ফুটবলারদের সঙ্গে কথা বলে বুঝতে পারছি, আমার স্বার্থপর সমস্যা আসলে অতটাও গুরুতর নয়। ভারতীয় ফুটবল এখন যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তা অত্যন্ত চিন্তার বিষয়।”
তিনি আরও লিখেছেন, “শুধু নিজের ক্লাব নয়, অন্যান্য ক্লাবের ফুটবলার, সাপোর্ট স্টাফ, ফিজিও এবং ম্যাসিওরদের থেকেও বহু মেসেজ পেয়েছি। ভারতীয় ফুটবলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দেখে এই সিস্টেমের সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকে চিন্তিত, ব্যথিত এবং রীতিমতো ভীত। আমি জানি, যারা ফুটবলটা চালান তারা মরশুম শুরু করার আপ্রাণ চেষ্টা করছেন। আশা করি দ্রুত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।”
সুনীল মনে করছেন, একসঙ্গে এই সময়টা তারা ঠিক কাটিয়ে ফেলবেন। এমনটাই আশা করছেন এই কিংবদন্তী। বলা চলে, রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন সুনীল ছেত্রী। সোশ্যাল মিডিয়াতে বুধবার, একটি পোস্ট করে তিনি তাঁর মনের কথা জানিয়েছেন। আসলে দেশের ফুটবলের ব্যবস্থাপনা এবং পরিকাঠামো নিয়ে যে তিনি যথেষ্ট চিন্তিত, তা বারবার বুঝিয়ে দিয়েছেন।
সুনীল নিজে ব্যথিত এবং যথেষ্ট ভীত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

