Sunil Chhetri: ভারতীয় ফুটবলের আসন্ন ম্যাচগুলি নিয়ে মুখ খুললেন কিংবদন্তি সুনীল ছেত্রী। ঠিক কী জানিয়েছেন তিনি?

Sunil Chhetri: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছে ভারতীয় ফুটবল দল। কিন্তু এবার সেই ভুল শুধরে দলকে জয়ের সরণিতে ফেরাতে মরিয়া হয়ে রয়েছেন সুনীল ছেত্রী। তাই সতীর্থদের পরিষ্কার বলে দিয়েছেন, এশিয়ান কাপের লড়াইতে গোটা দলকে ভালো খেলতেই হবে।

উল্লেখ্য, গত মার্চ মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত। এরপর দ্বিতীয় ম্যাচে, আগামী ১০ জুন ভারত খেলতে নামবে হংকংয়ের বিরুদ্ধে। কিন্তু তার আগে আবার ৪ জুন, থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে সুনীলদের। আর সোমবার, কলকাতায় অনুশীলনের মাঝেই বাংলা দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ভারত। সেখানে অবশ্য জয় পায় তারা।

Scroll to load tweet…

আসন্ন এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ নিয়ে বিরাট বার্তা সুনীলের

ফেডারেশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুনীল জানিয়েছেন, “বাংলাদেশ ম্যাচের পর একটা কথাই খালি মনে হচ্ছিল যে, নিজেদের মাথা তো নত হয়েছেই। সঙ্গে দেশকেও ডুবিয়েছি আমরা। ম্যাচের রিপ্লে দেখার পর বুঝেছিলাম, কত কিছু করা উচিত ছিল গোটা দলের। ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে শুরুতেই পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা উচিত ছিল আমাদের। আমরা আসলেই অনেক ভালো খেলতে পারতাম।”

ছেত্রী আরও যোগ করেছেন “মাত্র এক পয়েন্ট পাওয়ার জন্য আর কাউকে নয়, নিজেদেরই দোষ দেওয়া দরকার। যেভাবে আমাদের খেলা উচিত ছিল, সেইভাবে একেবারেই খেলতে পারিনি আমরা। আর সেইজন্যই ম্যাচ ড্র হয়েছে। নিজেরা সেই ভিডিও দেখেছি। তাই এখন আমাদের ভুল শোধরানোর কাজটা করতে হবে।”

Scroll to load tweet…

সুনীল আর কী বলছেন?

তাঁর মতে, “প্রতিটা এশিয়ান কাপে আমাদের খেলা উচিত এবং এটা বাধ্যতামূলক। একটা করে ম্যাচ ধরে তাই এগোতে হবে। আপাতত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে হংকংয়ের বিরুদ্ধে। ভারতের মতো দেশের কাছে এশিয়ান কাপে খেলা ন্যূনতম লক্ষ্য হওয়া দরকার বলে আমি মনে করি। তাহলে এশিয়ার সেরা দলগুলির বিরুদ্ধে খেলে নিজেদের পরীক্ষা করতে হবে। ধীরে ধীরে উন্নতিও হবে সেক্ষেত্রে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।