Super Cup 2025 Mohun Bagan: সুপার কাপের (Super Cup 2025) কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan)। সামনে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।

Super Cup 2025 Mohun Bagan: আইএসএল শিল্ড (ISL Shield) এবং আইএসএল ট্রফি (ISL Trophy) জিতে গোটা দল আত্মবিশ্বাসের দিক দিয়ে তুঙ্গে রয়েছে। তবে সুপার কাপে (Super Cup 2025 Quarter Final) সিনিয়র দলের অনেকেই খেলছেন না। কারণ, আগেই পরিষ্কার হয়ে গেছিল যে, সুপার কাপের দলে সিনিয়র দলের একাধিক ফুটবলারই থাকবেন না। এমনকি, দায়িত্বে থাকছেন না মোলিনা নিজেও। কারণ, তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।

তাই সহকারী কোচ বাস্তব রায়ের তক্তাবধানে জুনিয়র দল নিয়েই টুর্নামেন্টে খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan)। তবে হ্যাঁ, কয়েকজন সিনিয়র ফুটবলার রয়েছেন সুপার কাপের দলে (Super Cup Squad Mohun Bagan)। আর সেইমতো অনুশীলনও শুর করে দেয় গোটা দল।

কিন্তু চার্চিল ব্রাদার্স নাম প্রত্যাহার করে নেওয়ার ফলে, নিজেদের প্রথম ম্যাচে খেলতেই হয়নি বাগান শিবিরকে। তারা বাই পেয়ে যায় সেই খেলায়। ফলে, সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে বাস্তব রায়ের ছেলেরা।

আর সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামার আগে মোহনবাগান কোচ বাস্তব রায় জানালেন, “দলে কোনও চোট আঘাতের সমস্যা নেই। আমরা এখন শুধু টিম কম্বিনেশনে জোর দিতে চাইছি। আমি খুব আশাবাদী এই দল নিয়ে। দলে নতুনরা সুযোগ পেয়েছে। সঙ্গে কয়েকজন সিনিয়র ফুটবলারও রয়েছে। ফলে, এই অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে বিষয়টা ভালোই হবে। কেরালা যথেষ্ট শক্তিশালী দল। তবে আমাদের নিজেদের উপর বিশ্বাস রয়েছে। ম্যানেজমেন্ট নতুনদের খেলার সুযোগ দিয়েছে এই প্রতিযোগিতায়। এটা ওদের প্রমাণ করার মঞ্চ।”

অপরদিকে দলের অধিনায়ক দীপক টাংরির কথায়, “আমার স্বপ্ন সফল হচ্ছে। এটা ভালো যে টিম ম্যানেজমেন্ট নতুনদের সুযোগ দিচ্ছে। তাছাড়া কয়েকজন সিনিয়র ফুটবলারও দলে রয়েছেন। ফলে, তারা গাইড করতে পারবেন আমাদের। কেরালা শক্তিশালী দল। কিন্তু আমরা নিজেদের ১০০% দিয়েই লড়াই করার চেষ্টা করব। ম্যাচটাকে এনজয় করে খেলতে হবে। আর দলের ছেলেরা জানে যে, মোহনবাগানের জার্সিতে খেলতে নামছে। আর আমি নিজে সেরা ফুটবলটাই খেলতে চাই।”

কারা রয়েছেন মোহনবাগান দলে (Mohun Bagan Squad)?

রাজ বাসফোরে, নুনো মিগুয়েল পেরেইরা রেইজ, ধীরাজ সিং মোইরাংথেম, অভিষেক সূর্যবংশী, সাহাল আবদুল সামাদ, আশিক কুরনিয়ান, দীপক টাংরি, আর্শ আনোয়ার শেখ, দীপেন্দু বিশ্বাস, গ্লেন মার্টিন্স, আমনদীপ, শিবম মুন্ডা, টাইসন সিং, লিওয়ান কাস্তানহা, সন্দীপ মালিক, সৌরভ ভানওয়ালা, শিবাজিত সিং, সালাহউদ্দিন আদনান, সুহেইল আহমেদ ভাট, উমের মুথার, পাসাং দোর্জি তামাং, রবি বাহাদুর রানা, সেরটো ওরনেইলেন কম, থুমসল টংসিন, প্রিয়াংশ দুবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।