Super Cup 2026:  অক্টোবর মাসের মাঝামাঝি সময়, সুপার কাপ আয়োজনের জন্য প্রস্তাব রাখা হয়েছিল। এরপর রবিবার বিষয়টি পরিষ্কার হল।  

Super Cup 2026: আসছে সুপার কাপ (super cup 2026 india)। উল্লেখ্য, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আগেই জানিয়ে দিয়েছিল যে, এই বছর আইএসএল-এর আগে সুপার কাপের আয়োজন করবে তারা। সেইমতোই শনিবার রাতে, ফেডারেশেনের কার্যকরী কমিটির ভার্চুয়াল বৈঠকে সুপার কাপ নিয়ে আলোচনা শুরু হয় (super cup news)। 

শুরু হতে চলেছে সুপার কাপ

সেখানে অক্টোবর মাসের মাঝামাঝি সময়, সুপার কাপ আয়োজনের জন্য প্রস্তাব রাখা হয়েছিল। এরপর রবিবার বিষয়টি পরিষ্কার হল। জানা গেল, ঠিক কবে থেকে শুরু হবে সুপার কাপ? এই প্রসঙ্গে এআইএফএফ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সুপার কাপ। সেই টুর্নামেন্ট চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।

Scroll to load tweet…

তবে এবারের সুপার কাপ ঠিক কোথায় আয়োজিত হবে, তা কিন্তু এখনও জানা যায়নি। তবে টুর্নামেন্টটি মোট ১৬টি দলকে নিয়ে আয়োজিত হবে। প্রত্যেকটি দলকে চারটি জোনে ভাগ করে হবে। এরপর সবকটি জোন মিলিয়ে, শীর্ষ চারটি দলকে নিয়ে হবে সেমিফাইনাল। 

অন্যদিকে, সোমবার থেকে ক্লাবগুলিকে চিঠি পাঠানোর কাজ শুরু করবে ফেডারেশন। এমনিতেই একমাস আগে, সমস্ত ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়ে দেন, এবার আইএসএল-এর আগেই সুপার কাপ অনুষ্ঠিত হবে। 

সেই ঘোষণাই হয়ে গেল রবিবার

রবিবার, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন একটি বিবৃতি দিয়ে জানায়, নির্বাচন প্রক্রিয়া তদারকি করার জন্য কার্যনির্বাহী কমিটি একটি সিদ্ধান্ত নিয়েছে। তিন সদস্যের একটি বিড মূল্যায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এআইএফএফ। যে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এল. নাগেশ্বর রাও, এশিয়ান ফুটবল কনফেডারেশনের অডিট এবং কমপ্লায়েন্স কমিটির সদস্য শ্রী কেশবরণ মুরুগাসু এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। 

অপরদিকে, যেহেতু সুপার কাপের তারিখ ঘোষণা হয়ে গেল, তাই এবার ক্লাবগুলি তাদের প্রাক-মরশুমের অনুশীলনও শুরু করে দিতে পারবে। কারণ, গভর্নিং বডি ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া নিয়ে কাজ আরম্ভ করে দিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।