সংক্ষিপ্ত
২১ জুলাই নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলতে নামছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ১৬ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে নতুন ক্লাবে যোগ দিচ্ছেন।
১৬ জুলাই নিজেদের ঘরের মাঠে 'দ্য আনভেইল' অনুষ্ঠানের কথা ঘোষণা করল মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি। এই অনুষ্ঠানের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামিতে যোগ দেবেন লিওনেল মেসি। প্যারিস সাঁ-জা ছাড়ার পর এখনও সরকারিভাবে নতুন ক্লাবে যোগ দেননি মেসি। তিনি ১৬ জুলাই ইন্টার মায়ামিতে যোগ দেবেন। এরপর ২১ জুলাই নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলবেন মেসি। লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব ক্রাজ আজালের বিরুদ্ধে খেলবে ইন্টার মায়ামি। মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগের দলগুলিকে নিয়ে লিগস কাপ টুর্নামেন্ট চালু করা হচ্ছে। এই টুর্নামেন্টেই ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলবেন মেসি। তাঁর সঙ্গেই এই ম্যাচে খেলতে পারেন বার্সেলোনার প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেটস। এই খবরে উচ্ছ্বসিত সারা বিশ্বে ছড়িয়ে থাকা মেসির অনুরাগীরা।
ইন্টার মায়ামির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'আনভেইলিং অনুষ্ঠানে বিনোদন, বক্তৃতা-সহ অনেককিছুই থাকবে। এই অনুষ্ঠান অত্যন্ত চিত্তাকর্ষক হতে চলেছে।' এই অনুষ্ঠানে মেসি থাকবেন কি না, সেটা সরকারিভাবে জানানো হয়নি। তবে মেসি ও বুস্কেটসকে সমর্থকদের কাছে হাজির করার জন্যই 'দ্য আনভেইল' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন কোচ জেরার্ডো তাতা মার্টিনোও ১৬ জুলাইয়ের এই অনুষ্ঠানে থাকতে পারেন। ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যামও 'দ্য আনভেইল' অনুষ্ঠানে থাকতে পারেন বলে জানা গিয়েছে। ক্লাবের অপর কর্ণধার জর্জ মাসও এই অনুষ্ঠানে থাকবেন বলে জানা গিয়েছে। 'দ্য আনভেইল' অনুষ্ঠান হবে ইন্টার মায়ামির স্টেডিয়াম মায়ামির উত্তরে ফোর্ট লডারডেলে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে।
মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সে সবার শেষে আছে ইন্টার মায়ামি। লিগে ২৯টি ক্লাবের মধ্যে ২৮ নম্বরে আছে মেসির নতুন দল। ফলে মেসি ও বুস্কেটসের কাছে নতুন চ্যালেঞ্জ। ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে লিগ টেবলে উপরের দিকে নিয়ে যাওয়াই মেসি ও বুস্কেটসের লক্ষ্য।
তাতা মার্টিনো বলেছেন, ‘মাঝেমধ্যেই আমাদের দুনিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও মায়ামিকে ছুটি কাটানোর জায়গা হিসেবেই দেখা হয়। কিন্তু এবার সেটা হচ্ছে না। লিওনেল মেসি ও সের্জিও বুস্কেটস এখানে ছুটি কাটাতে আসছে না। ওরা লড়াই করতেই আসছে। ওরা বিশ্ব খেতাব, স্প্যানিশ লিগ খেতাব জিতে এখানে আসছে। ওরা এখানে এসে আরাম করবে না। কারণ, লড়াই ওদের রক্তে আছে।’
আরও পড়ুন-
লন্ডনে আন্তর্জাতিক টুর্নামেন্টে চেলসি, আর্সেনালের বিরুদ্ধে খেলবে মোহনবাগান!
নতুন মরসুমে লিওনেল মেসির পাশে ইডেন হ্যাজার্ডকে চাইছে ইন্টার মায়ামি
Emiliano Martinez: এমিলিয়ানো মার্টিনেজকে সংবর্ধনা ইস্টবেঙ্গলের, দেওয়া হল সাম্মানিক সদস্যপদ