Virat Kohli-Sunil Chhetri: ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো। এবার সে বিষয়ে এক বিশেষ তথ্য দিলেন সুনীল।
KNOW
Virat Kohli Fitness Test Scores: লন্ডনে (London) ফিটনেস টেস্টে (Fitness Test) কেমন ফল করেছেন, তা সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এক পডকাস্টে এমনই জানালেন সুনীল। তিনি জানিয়েছেন, 'কয়েকদিন আগে ও লন্ডনে এক ফিটনেস টেস্টের স্কোর আমাকে পাঠায়। ওর ফিটনেস দেখে আমি আসক্ত হয়ে পড়েছি। এই ধরনের মানুষজনকে চিনি বলে খুব ভালো লাগে। নিজের খারাপ দিনে যখন একটু আলস্য গ্রাস করে, তখন ওদের দেখে মনে হয়, চলো। যখন তুমি সেরা জায়গায় থাকো, তখন সবাই বিরাট কোহলি বা (ক্রিশ্চিয়ানো) রোনাল্ডো (Cristiano Ronaldo) হতে চায়। এই দু'জন নিজেদের যে জায়গায় রেখেছে, তা অবিশ্বাস্য।' সুনীল বুঝিয়ে দিয়েছেন, তিনি বিরাটের ফিটনেস রুটিন ও শৃঙ্খলা দেখে মুগ্ধ। একইসঙ্গে রোনাল্ডোর ফিটনেসেও মুগ্ধ সুনীল।
কোন ফিটনেস টেস্টের স্কোর জানিয়েছেন বিরাট?
সম্প্রতি জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ফিটনেস টেস্টের ব্যবস্থা করে বিসিসিআই (BCCI)। সবার জন্য বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) ফিটনেস টেস্টের ব্যবস্থা করা হয়। তবে বিসিসিআই-এর অনুমতি নিয়ে লন্ডন থেকেই ফিটনেস টেস্ট দেন বিরাট। তিনি সম্ভবত সুনীলকে সেই ফিটনেস টেস্টেরই রিপোর্ট পাঠিয়েছেন। সুনীল অবশ্য নির্দিষ্টভাবে জানাননি কোন ফিটনেস টেস্টের স্কোর জানিয়েছেন বিরাট। তিনি লন্ডন থেকে ফিটনেস টেস্ট দেওয়ায় ভারতীয় ক্রিকেট মহলে বিতর্ক তৈরি হয়েছে। তবে সুনীল জানিয়েছেন, বিরাটের ফিটনেস নিয়ে কোনও সংশয় নেই।
অস্ট্রেলিয়া সফরে প্রত্যাবর্তনের জন্য তৈরি বিরাট
অক্টোবরে অস্ট্রেলিয়ায় ওডিআই, টি-২০ সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল। এই সফরে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন বিরাট। তিনি টি-২০ ফর্ম্যাটের পর টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। ফলে এখন জাতীয় দলের হয়ে শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন বিরাট। তিনি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ (2027 ICC Men's Cricket World Cup) পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলতে পারেন এই তারকা ব্যাটার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


