টোকিও থেকে দেশে ফিরলেন অলিম্পিক পদক জয়ীরা। বিমান বন্দরে দেশবাসীর আবেগের সুনামিতে ভাসার পাশাপাশি সকল পদক জয়ী অন্যান্য অ্যাথলিটদের সংবর্ধনা দিল কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে আগামী অলিম্পিকের লক্ষ্যও স্থির হল এদিন। 

টোকিও অলিম্পিকের ইতিহাসে সেরা পারফরমেন্স দিয়েছে ভারতীয় দল। লন্ডন অলিম্পিকের ৬টি পদকের রেকর্ড ভেঙে টোকিওতে সোনা সহ মোট ৭টি পদক জিতেছেন নীরজ চোপড়া, মীরাবাঈ চানু, রবি কুমার, পিভি সিন্ধু, লভভিনা বরগোহাঁই, বজরং পুনিয়া ও ভারতীয় হকি দল। একটিুর জন্য পদক হাতাছাড়া হয়েছে ভারতীয় মহিলা হকি দল, অদিতি অশোক, দীপক পুনিয়াদের। সিন্ধু, চানুরা আগেই দেশে ফিরলেও, সোনার ছেলে নীরজ সহ অন্যান্য পদক জয়ীদের ফেরার অপেক্ষায় ছিল দেশবাসী। সোমবার দিল্লি বিমান বন্দরে অলিম্পিকে পজক জয়ীরা পা রাখতেই আবেগের সুনামিতে ভেসে যান সকলেই। ওঠে 'ভারত মাতর জয়' স্লোগানও। বিমান বন্দরে নীরজ, রবিদের স্বাগত জানানোর ছবি ও ভিডিও শেয়ার করা হয় সাইয়ের তরফে। 

Scroll to load tweet…

Scroll to load tweet…

এরপর দিল্লির অশোকা হোটেলে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। নীরজ, পুনিয়া, লভলিনা, সিন্ধু, চানুদের হোটেলে সংবর্ধনা জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকরা। সম্মানিত করা হয় ভারতীয় মহিলা ও পুরুষ হকি দলের সদস্যদেরও। এমন রাজকীয় সংবর্ধনা পেয়ে 'সোনার ছেলে' নীরজ চোপড়া বলেন,'নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে ভাবিইনি সোনা জিতব। মানুষের এতটা ভালবাসা পেয়ে ভীষণ ভাল লাগছে।' এমন সংবরমধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অন্যান্য পদকজয়ীরাও। এই মুহূর্ত স্বপ্নপূরণের মত বলে জানান সকলেই। অ্যাথলিটদের ছাড়াও দলের কোচ ও সাপোর্টিং স্টাফদেরও শুভেচ্ছা সংবর্ধনা জানানো হয়।

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও পড়ুনঃসোনা জিতেই আর্থিক পুরস্কারের বন্যা, রাতারাতি কোটিপতি নীরজ চোপড়া

আরও পড়ুনঃভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের জন্য বড় পুরস্কার অলিম্পিকের প্রতিটি মেডেল, শুভেচ্ছাবার্তা সভাপতির

আরও পড়ুনঃব্রিটিশ হাইকমিশনারকে নাকানি চোবানি খাওয়ালেন রাহুল দ্রাবিড়, দেখুন সেই মজার ভিডিও

টোকিও অলিম্পিক্সে ভারতীয় দলের এই সাফল্য গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই সকলকে সোশ্যাল মিডিয়া ও ফো কলের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও গর্বিত বর্তমান ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। বলেন,'সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে ভারত। নীরজ সোনা জিতেছে। টোকিয়োতে জাতীয় সঙ্গীত যখন বাজছিল ভারতীয়দের গর্বে বুক ভরে গিয়েছিল। ভারতের মহিলারাও দেখিয়ে দিয়েছেন। অদিতি অশোক দারুণ খেলেছেন।'প্রশংসা করে বক্তব্য রাখার সময় চোখের জল ধরে রাখতে পারেননি উচ্ছ্বসিত রিজিজু। টোকিও অলিম্পিক্সের শেষে ২০২৪ অঙ্গীকারও নিয়ে নিলেন সকলে। আরও বেশি পদক আসবে ২০২৪-এ জানিয়ে দিলেন অনুরাগ ঠাকুর সহ ভারতীয় অ্যাথলিটরা।


YouTube video player