মিক্সড ডাবলসের পর, তিরন্দাজির দলগত বিভাগেও হার ভারতীয় দলের। সোমবার সকালে কাজাখাস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে অতুনরা। কিন্তু কোরিয়ার বিরুদ্ধে স্ট্রেট সেটে হেরে বিদায়। 

দীপিকা কুমারি ও প্রবীণ যাদবের মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি। তিরন্দাজির দলগত বিভাগের কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নিতে হল ভারতীয় পুরুষ দলকে। ফলে পুরুষদের দলগত বিভাগেও আশা শেষ ভারতীয় দলের। শক্তশালী কোরিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে স্ট্রেট সেটে হারতে হল ভারতীয় দলকে। ফলে এখন শুধু ভারতীয় তিরন্দাজদের পদক জয়ের আশা বেঁচে রইল ব্যক্তিগত বিভাগ।

Scroll to load tweet…

অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাইয়ের প্রতিপক্ষ ছিল কোরিয়ার জে ডিয়ক কিম, উজিন কিম ও জিনহিয়েক ওহ। কোরিয়ার কাছে প্রথম সেটে ৫৪-৫৯ ব্যবধানে হেরে বসলেন অতনুরা। দ্বিতীয় সেটেও ৫৭-৫৯ ব্যবধানে হারতে হয় ভারতীয় তিরন্দাজদের। তৃতীয় সেটে ৫৪-৫৬ ব্যবধানে কোরিয়ার কাছে হারতে হয় অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদীপ রাইদের। ফলে ০-৬ সেট পয়েন্টে ম্যাচ খোয়াতে হয় ভারতকে।

Scroll to load tweet…

প্রসঙ্গত সোমবার সকালে কাজাখাস্তানের বিরুদ্ধে ম্যাচে ৬-২ ব্যবধানে জয় পেয়েছিল ভারতীয় তিরন্দাজি দল। কোয়ার্টারে প্রতিপক্ষ শক্তিশালী কোরিয়া হলেও, ভারতীয় ক্রীড়া প্রেমিরা আশা করেছিল ম্য়াচে লড়াই দেবে ভারত। কিন্তু দীপিকা-প্রবীণের মিক্সড ডাবলসের মতই দলগত পুরুষদের বিভাগেও হতাশাই সাঙ্গ হল ভারতীয় দলের। 


YouTube video player