সংক্ষিপ্ত
- নিজের ৯৭তম টেস্টে ৫ উইকেট ঈশান্তের
- পিঙ্ক বলে লাইন-লেন্থের ওপর কাজ করেছি, বললেন ঈশান্ত
- নিজের সাফল্যের কৃতিত্ব দলের সতীর্থদের দিলেন ঈশান্ত
- ১২ বছর বাদে ৫ উইকেট নিলেন ঈশান্ত শর্মা
ভারতীয় ক্রিকেটে বেশ কিছু বছর ধরেই প্রবল প্রত্যাবর্তন ঘটিয়েছেন পেস বোলাররা। স্বদেশ ও বিদেশে ইতিমধ্যেই ছাপ ফেলে দিয়েছেন ঈশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদব ও বুমরারা। তবে শেষ দুই টেস্ট সিরিজে দলে ছিলেন না জসপ্রীত বুমরা। আর বুমরা ছাড়াই দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে দুরমুশ করে দিয়েছে ভারতীয় বোলিং অ্যাটাক। সেই সুবাদে পিঙ্ক বলের প্রথম টেস্টের প্রথম দিনে বল হাতে ৫ উইকেট নিলেন ঈশান্ত শর্মা। একই সঙ্গে ভারতের বিরুদ্ধে মাত্র ১০৬ রানেই গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। আর সেই সূত্রে ভারতের হয়ে ৫ উইকেট নিয়েছেন ঈশান্ত। নিজের ৯৭ তম টেস্টে ১২ বছর বাদে টেস্ট ক্রিকেটে বল হাতে ৫ উইকেট পেলেন ঈশান্ত। আর সেই সাফল্যের কৃতিত্ব ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটাকে দিলেন ঈশান্ত।
আরও পড়ুন, সৌরভ ভারতীয় ক্রিকেটের সেরা পাওনা, ইডেনে এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি ফারুক ইঞ্জিনিয়ার
ম্যাচের প্রথম দিন শেষে ভারতীয় দলের পেসার ঈশান্ত শর্মা বলেন, 'দলে একটা লড়াই আছে। সেই লড়াইটা সব সময় চলে। একে অপরের সঙ্গে চ্যালেঞ্জও থাকে। তবে আমরা সবার সাফল্যেই আনন্দ পাই। এটাই আমাদের দলের পজিটিভ দিক। আলাদা কিছু করিনি। নিজের সাধারণ বোলিংটাই করেছি। শুধু লাইন লেন্থে একটু পরিবর্তন ছিল পিঙ্ক বল হাতে।'
আরও পড়ুন, ভারতীয় ফাস্ট বোলিংয়ে চুরমার বাংলাদেশ, প্রথম দিনই পিঙ্ক বল টেস্ট জয়ের গন্ধ
একই সঙ্গে ভারতীয় দলের পেসার পিঙ্ক বল নিয়ে আরও বলেন, 'পিঙ্ক বল একটু কিছুটা আলাদা। লাইন লেন্থে একটু এদিক-ওদিক করলেই ভালো হবে এই বলে। পিচও খুব ভালো ছিল। প্রথমে বুঝতে পারিনি। তবে পরের দিকে ঠিক-ঠাক হয়ে গিয়েছে। আমি অনেক দিন ভারতীয় দলে খেলছি। এখন একটা ভালো ফর্ম চলছে। তাই আলাদা করে কিছু করার নেই। নিজেদের সাধারণ ক্রিকেটটাই খেলছি।'