সংক্ষিপ্ত
জুডোতেও হতাশাজনক পারফরমেন্স ভারতের। প্রথম ম্য়াচেই হেরে বিদায় নিলেন সুশীলা দেবী। হাঙ্গেরির এভার সের্নোভিকস্কির কাছে হারতে হল তাকে।
টোকিও অলিম্পিকে জুডোতে ভারতের আশা ছিলেন সুশীলা দেবী। তার কাছ থেকে পদকের আশা করা হয়েছিল। কিন্তু হতাশ করলেন সুশীলা দেবী। প্রথম রাউন্ডেই হেরে সামার গেমস থেকে বিদায় নিলেন তিনি। টোকিওতে জুডোতে ভারতের একমাত্র প্রতিনিধি ছিলেন সুশীলা দেবী। কিন্তু প্রথম রাউন্ডেই হাঙ্গেরির এভার সের্নোভিকস্কির কাছে হেরে ছিটকে গেলেন তিনি। প্রি কোয়ার্টার ফাইনালে পৌছল হাঙ্গেরির তারকা। ফলে জুডোতে ভারতের আর কোনও আশা রইল না।
২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন হাঙ্গেরির এভার সের্নোভিকস্কি। ফলে ভারতের ২৬ বছরের জুডো তারকা থেকে অভিজ্ঞতার নিরিখেও অনেকটাই এগিয়ে শুরু করেছিলেন তিনি। যদিও ম্য়াচে প্রথম থেকে তুল্যমূল্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন সুশীলা দেবী। কিন্তু ছোট্ট একটি ভুল করেন ও সেখান থেকেই পয়েন্ট নিয়ে যায় প্রতিপক্ষ। পুরো ২০ সেকেন্ডে পিনড করেন এভার। আর সেই কারণেই হারের মুখ দেখতে হয় সুশীলাকে। শে। শেষ ষোলোয় জাপানে ফুনা টোনাকির মুখোমুখি হবেন এভার সের্নোভিকস্কি।