রাজধানীর বুকে কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে সরব হয়েছিলেন মার্কিন পপস্টার রিহানা, সমাজকর্মী গ্রেটা থুনবার্গরা। সোশ্যাল মিডিয়ায় কৃষক আন্দোলনের সমর্থনে ট্যুইট করার পাশপাশি কার্যত প্রচার শুরু করে দেন তারা। ঘটনার প্রতিবাদ জানানো হয় ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফেও। এরপরই টুইটারে ট্রেন্ডিং হয় #‘ইন্ডিয়াএগেনস্টপ্রোপাগান্ডা’ (#IndiaAgainstPropaganda) এবং হ্যাশট্যাগ ‘ইন্ডিয়াটুগেদার’ (#IndiaTogether)। ঘটনায় প্রতিবাদে সরব হন ভারতীয় ক্রিকেট তারকারা। ঐক্যবদ্ধ ভারতের আওয়াজ তুলে রিহানা-গ্রেটাদের সমালোচনা করেছেন সচিন, সৌরভ, বিরাট, রোহিত থেকে শুরু করে রবি শাস্ত্রী, সুরেশ রায়নারা।