সংক্ষিপ্ত

  • আজ আইপিএলে বিরাট বনাম সঞ্জু দ্বৈরথ
  • টানা তিন ম্য়াচ জিতে দুরন্ত ফর্মে রয়েছে আরসিবি
  • অরদিকে প্রতিযোগিতার দ্বিতীয় জয়ের খোঁজে রাজস্থান
  • দুই দলের প্রথম একাদশে হতে পারে একটি করে পরিবর্তন
     

আজ আইপিএলের মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুরন্ত ফর্মে থাকা আরসিবি ও ছন্দে ফিরতে মরিয়া রাজস্থান রয়্যালস। বিরাট কোহলি ও সঞ্জু স্যামসনের দ্বৈরথ দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমিরা। ৩ ম্যাচে ৩ জয় পেয়েছে বিরাট কোহলির দল। অপরদিকে ৩টি ম্য়াচ ১টিতে জয় পেয়েছে সঞ্জু স্য়ামসনের দল। তবে আজকের ম্যাচে আরসিবিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ রয়্যালসরা। আজকেউ এই সুপার ফাইটে কি হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ, চলুন দেখা যাক এক নজরে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ-
প্রতি বছর যে দলটার প্রথম একাদশ বাছতে হিমসিম খেতে হয়, সেই দলটার এই বছর চার জন বিদেশি প্লেয়ারকেই দরকার পড়ছে না। তিন বিদেশি ও ভারতীয় প্লেয়াররাই বাজিমাত করছে বিরাটের আরসিবির হয়ে। তবে আজকের ম্যাচে অফ ফর্মে থাকা রজত পাতিদারের জায়গায় দলে সুযোগ পেতে পারেন ড্যান ক্রিস্টিয়ান ও ড্যানিয়েল সামস। আজকের আরসিবির একাদশে ব্যাটিং লাইনআপে থাকছেন দেবদূত পাড়িকল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স (উইকেট রক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন ওয়াশিংটন সুন্দর, ড্যান ক্রিস্টিয়ান/রজত পাতিদার/ড্যানিয়েল সামস, শাহবাজ আহমেদ। বোলিং লাইনআপে থাকছেন কাইল জেমিসন, হার্সল প্যাটেল, যুজবেন্দ্র চাহল, মহম্মদ সিরাজ।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ-
রাজস্থান রয়্যালস দলে খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। একটি ম্যাত্র পরিবর্তন হলেও হতে পারে। জয়দেব উনাদকাটের জায়গায় সুযোগ পেতে পারেন শ্রেয়স গোপাল। আজ রাজস্থান রয়্যালস দলের ব্যাটিং লাইনআপে থাকছেন জস বাটলার, মনন ভোরা, সঞ্জু স্যামসন (অধিনায়ক), ডেভিড মিলার। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন শিবম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস। বোলিং লাইনআপে থাকছেন জয়দেব উনাদকাট/শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।

সাম্প্রতিক ফর্ম ও দলগত শক্তির বিচারে এবার অনেক বেশি ভালো জায়গায় রয়েছে বিরাট কোহলির দল। তবে আজকের ম্যাচ যেনতেনও প্রকারে জিততে মরিয়া সঞ্জু স্যামসনরা। পরিসংখ্যানের নিরিখে অবশ্য দুই দল সমানে সমানে টক্কর দিয়েছে একে অপরকে। ২৩টি ম্য়াচের মধ্যে ১০ টি করে ম্যাচ জিতেছে আরসিবি। ৩টি ম্যাচ অমীমাংসীত। তবে আজকের ম্যাচে একতরফা নয়, হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় দুই দলের সমর্থকরা।

YouTube video player