প্রয়াত এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিং ১৯৯৮ ব্যাঙ্ক এশিয়ান গেমসে দেশকে সোনা দিয়েছিলেন তিনি ডিঙ্কো সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ করেছেন বক্সার মেরি কম, বিজেন্দ্র সিং সহ অনেকেই  

ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সেই প্রয়াত হলেন এশিয়ান গেমসে সোনাজয়ী বক্সার ডিঙ্কো সিং। ১৯৯৮ সালে ব্যাঙ্ককে সোনা জিতেছিলেন ডিঙ্কো সিং। সেই বছরে তাকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়। ২০১৩ সালে পদ্মশ্রী পান ডিঙ্কো সিং। কিন্তু ২০১৭ সালে তার যকৃতে ক্যানসার ধরা পড়ে। গত বছর করোনা আক্রান্ত হয়েছিলেন ডিঙ্কো সিং। তার পর থেকেই শারীরিক পরিস্থিতি আরও ভেঙে পড়ে তাঁর। গত এপ্রিলে চিকিৎসার জন্য দিল্লিতে আনা হয়েছিল ডিঙ্কো সিংকে। কিছুটা সুস্থ হলে ফের তিনি বাড়ি ফিরে যান। কিন্তু বিগত কয়েক দিন ধরে তার অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার মণিপুরের সেকটা গ্রামে নিজের বাসভবনেই মাত্র ৪২ বছর বয়সেই প্রয়াত হন ভারতের অন্যতম সফল বক্সার। 

ডিঙ্কো সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন,'শ্রী ডিঙ্কো সিং হলেন ক্রীড়া জগতের সুপারস্টার। একজন অসাধারণ বক্সার, যিনি বহু সাফল্য এনে দিয়েছেন, এবং বক্সিংকে জনপ্রিয় করে তুলেছিলেন। ওঁর মৃত্যুতে খুবই দুঃখিত। ওঁর পরিবার এবং অনুরাগীদের সমবেদনা জানাই।' 

Scroll to load tweet…

শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু। ট্যুইটারে তিনি লিখেছেন, শ্রী ডিংকো সিংহের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত। ১৯৯৯ সালে ব্যাংকক এশিয়ান গেমসে ডিনকোর স্বর্ণপদক জয় দেশে বক্সিংকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। ভারতবর্ষের অন্যতম সেরা বক্সিংয়ের বক্সার। আমি তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।'

Scroll to load tweet…

ডিঙ্কোর মৃত্যুতে শোকাহত ভারতীয় বক্সিং জগত। অলিম্পিক্স পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিংহ টুইট করে লেখেন, ‘আমি গভীর ভাবে শোকাহত। আশা করব তাঁর জীবনের লড়াই অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে। আমি প্রার্থনা করি যে তাঁর শোকাহত পরিবার এই শোকের সময়কে কাটিয়ে ওঠার শক্তি খুঁজে পান।’

Scroll to load tweet…

ডিঙ্কো সিংয়ের মৃত্যুর খবের ভেঙে পড়েছেন অলিম্পিক পদক জয়ী ও ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম। ট্য়ুইটারে মেরি ডিঙ্কোর দু'টি ছবি পোস্ট করেছেন। একটিতে ছবিতে মেরির সঙ্গে ডিঙ্কোকে দেখা যাচ্ছে। সেই ছবির সঙ্গে মেরি লিখেছেন, ‘আপনি আমাদের দেশের একজন সত্যিকারের নায়ক ছিলেন। আপনি চলে গিয়েছেন, তবে আপনার পরম্পরা আমাদের মধ্যে থেকে যাবে।’

Scroll to load tweet…

দেশের ইতিহাসে অন্যতম সেরা বক্সারের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়া মহল। শোক প্রকাশ করেছেন সর্বস্তরের ক্রীড়াবিদরা। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন হয় বক্সার ডিঙ্কো সিংয়ের।