সংক্ষিপ্ত
ফ্রেঞ্চ ওপেন ২০২২ (French Open 2022) -এর কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচকে (Novak Djokovic) রুদ্ধশ্বাস ম্য়াচে হারিয়ে সেমি ফাইনালে পৌছল রাফায়েল নাদাল (Rafael Nadal)। সেমিতে জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবে নাদাল।
এ যেন হারানো সাম্রাজ্য ও সিংহাসনের পুনর্দখল নেওয়ার কাহিনি। ফরাসী ওপেনেরে কোয়ার্টার ফাইনাল দেখাল আরও এক রূপকথার কাহিনি। সত্যিং রূপকথার কাহিনিই বটে। ২০২১ ফরাসী ওপেনের সেমি ফাইনাল। লাল সুড়কির কোর্টে সম্রাট নামে খ্যাত রাফায়েল নাদালের মুখোমুখি হয়েছিলেন নোভাক জোকোভিচ। সেই লড়াইয়ে ম্য়াচ জিতে কার্যত সম্রাটকে সিংহাসনচ্যুত করেছিলেন বিশ্বের পয়লা নম্বর টেনিস তারকা। মাঝে ব্যবধান শুধু এক বছরের। সার্বিয়ার সিংহ নোভাক জোকোভিচকে হারিয়ে নিজের মুকুট পুনরুদ্ধার করলেন স্প্যানিশ আর্মাডা রাফায়েল নাদাল। ফরাসী ওপেন ২০২২-এর কোয়ার্টার ফাইনালে ৪ ঘণ্টা ১২ মিনিটেক লড়াইয়ে জোকারকে হারিয়ে শেষ হাসি হাসলেন রাফা। রোলা গাঁরোর সম্রাট এখনও তিনিই ফের প্রমাণ করলেন নাদাল।
গতবার শুধু নাদালকে হারানোই নয়, চ্যাম্পিয়নও হয়েছিলেন নোভাক জোকোভিচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচের বিরুদ্ধে লড়াইটা মোটেও সহজ ছিল না নাদালের। কারণ চোট সমস্যার কারণে এই ম্য়াচের আগে পুরোপুরি ছন্দে পাওয়া যায়নি রাফাকে। কিন্তু আসল সময় ফের একবার জ্বলে উঠলেন তিনি। বিশ্বের পয়লা নম্বরকে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেন ২০২২-এ পুরুষদের সিঙ্গেলসের সেমিফাইনালে প্রবেশ করেছেন রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেন ২০২২-এর সবচেয়ে কঠিন এবং হাই প্রোফাইল ম্যাচের ফলাফল যথাক্রমে ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬(৭-৪)। বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচ কোয়ার্টার ফাইনালে ১৩ বারের ফ্রেঞ্চ ওপেন বিজয়ী রাফায়েল নাদালের কাছে পরাজিত হন। এর মাধ্যমে ১৫তম বারের মতো ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল খেলতে দেখা যাবে নাদালকে। রেকর্ড ২২তম গ্র্যান্ড স্লাম জেতার থেকে মাত্র দুই ধাপ দূরে রয়েছেন ক্লে-কোর্টের রাজা রাফায়েল নাদাল।
এদিন ম্য়াচের শুরুতে প্রথম থেকেই জোকোভিচকে এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। তবে লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি ছিলেন না নাদাল। প্রথম সেটে নাদাল প্রায় কোনও জায়গাই ছাড়েননি জোকোভিচকে। ৬-২ ব্যবধানে সার্বিয়ার টেনিস তারকার বিরুদ্ধে প্রথম সেট জেতেন তিনি। দ্বিতীয় সেটে নাদাল একটা সময় এগিয়েছিলেন ৩-০ ব্যবধানে। সেই সেটে চতুর্থ গেমটি জিতে নেন জোকোভিচ। সেখান থেকে ম্যাচে ফিরে দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে হুঙ্কার দেন জোকোভিচ। তৃতীয় সেটেই নাদাল বুঝিয়ে দিলেন কেন তাঁকে লাল সুরকির রাজা বলা হয়। সেই সেট জিততে নাদাল সময় নিলেন মাত্র ৪১ মিনিট। ৬-২ ব্যবধানে জেতে নাদাল। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই তারকার মধ্যে । চতুর্থ সেটের খেলায় শুরুতেই ৩-০ এগিয়ে গিয়েছিলেন জোকোভিচ। সেখান থেকে ধীরে ধীরে ম্যাচে ফেরেন নাদাল। একটা সময় সমতা ফেরান তিনি। ৬-৬ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৭ ব্যবধানে জিতে শেষ হাসি হাসেন লাল সুড়কির কোর্টের সম্রাট। সেমি ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবে নাদাল।