- Home
- Sports
- Other Sports
- আইপিএল ২০২৬: পরের বছর আর ক্রিজে হয়ত দেখা যাবে রাজস্থান রয়্যালসের এই ৫ তারকাকে
আইপিএল ২০২৬: পরের বছর আর ক্রিজে হয়ত দেখা যাবে রাজস্থান রয়্যালসের এই ৫ তারকাকে
রাজস্থান রয়্যালসের জন্য আইপিএল ২০২৫ মরসুম ভোলার মতো। লিগ পর্বেই বিদায় নিতে হয়েছে তাদের। আগামী মরসুমে এই ৫ জনের উপর নেমে আসতে পারে অভিশাপ।
17

Image Credit : ANI
আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম আসর রাজস্থান রয়্যালসের জন্য একটা দুঃস্বপ্নের মতো। প্লে-অফের আগেই বিদায় নিতে হয়েছে তাদের। লিগ পর্বেও তেমন ভালো কিছু করতে পারেনি দলটি।
27
Image Credit : ANI
রাজস্থান রয়্যালস থেকে বেরিয়ে যেতে পারেন এই ৫জন
আইপিএলের ১৯তম আসরে রাজস্থান রয়্যালস যে ৫ জনকে ছেড়ে দিতে পারে, সেই তালিকা। ১২ কোটিতে বিক্রি হওয়া তারকাও আছেন তালিকায়।
37
Image Credit : ANI
1. ফজলহক ফারুকী
তালিকার শীর্ষে আফগান পেসার ফজলহক ফারুকী। ৫ ম্যাচে একটিও উইকেট না পাওয়ায় তার ভবিষ্যৎ অনিশ্চিত।
47
Image Credit : ANI
2. জোফরা আর্চার
দ্বিতীয় স্থানে ইংলিশ পেসার জোফরা আর্চার। ১২.৫০ কোটিতে কেনা হলেও ১২ ম্যাচে মাত্র ১১ উইকেট পেয়েছেন।
57
Image Credit : ANI
3. নীতিশ রানা
৪.২০ কোটিতে কেনা নীতিশ রানা ১১ ম্যাচে মাত্র ২১৭ রান করেছেন।
67
Image Credit : ANI
4. শুভম দুবে
৯ ম্যাচে ১০৬ রান করা শুভম দুবের আগামী আইপিএল খেলা অনিশ্চিত।
77
Image Credit : ANI
5. হেটমায়ার
ওয়েস্ট ইন্ডিজের হেটমায়ারও রাজস্থানের হয়ে ভালো করতে পারেননি।
Latest Videos

