সংক্ষিপ্ত

রবিবার এশিয়ান গেমসে অসাধারণ সাফল্য পেলেন ভারতীয় অ্যাথলিটরা। হাংঝাউয়ে চলতি গেমসে ভারতের পদক সংখ্যা ৫০ পেরিয়ে গিয়েছে। এই সাফল্যে খুশি সারা দেশ।

রবিবার এশিয়ান গেমসের অষ্টম দিন ভারতীয় ক্রীড়াবিদদের অসাধারণ পারফরম্যান্সে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতীয় অ্যাথলিটদের অভিনন্দন জানিয়েছেন। অবিনাশ সাবলে, পুরুষদের ব্যাডমিন্টন দল, জ্যোতি ইয়াররাজি, সীমা পুনিয়া, মুরলী শ্রীশঙ্কর, নন্দিনী আগাসারা, জিনসন জনসন, অজয় কুমার সরোজ, হারমিলান বেইনস, তাজিন্দারপাল সিং তুর, নিখাত জারিন, অদিতি অশোককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতীয় অ্যাথলিটদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এশিয়ান গেমস শুরু হওয়ার আগেই আশা প্রকাশ করেছিলেন, এবার জাকার্তা গেমসের চেয়েও বেশি পদক পাবে ভারত। সেটাই হয়তো হতে চলেছে। ফলে খুশি ক্রীড়ামহল।

রবিবার পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতেছেন অবিনাশ। তিনি ৮:১৯:৫০ সময় করে নতুন এশিয়ান রেকর্ড গড়েছেন। এই অ্যাথলিটের প্রশংসা করে প্রধানমন্ত্রী 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘একজন অসাধারণ চ্যাম্পিয়ন ফের ভারতকে গর্বিত করলেন। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজে অদম্য অবিনাশ দুর্দান্ত সোনা জিতলেন। এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানাই। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’

 

 

এশিয়ান গেমসে প্রথমবার রুপো পাওয়া পুরুষ ব্যাডমিন্টন দলকেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ফাইনালে চিনের কাছে হেরে গেলেও, লক্ষ্য সেন, কিদম্বী শ্রীকান্তদের প্রশংসা করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এশিয়ান গেমসে রুপো জেতার জন্য আমাদের পুরুষ ব্যাডমিন্টন দলকে কুর্ণিশ জানাই। কিদম্বী শ্রীকান্ত, এইচ এস প্রণয়, লক্ষ্য সেন, সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি, চিরাগ শেট্টি, মঞ্জুনাথ মিঠুন, ধ্রুব কপিলা, সাই প্রতীক, এম আর অর্জুন, রোহন কাপুরকে অভিনন্দন। তাঁদের অসাধারণ দলগত খেলা, দক্ষতা ও দৃঢ়প্রতিজ্ঞ মানসিকতা দেশকে গর্বিত করে তুলেছে।’

 

 

এশিয়ান গেমসে শট পাটে পরপর ২ বার সোনা জয়ী তাজিন্দরপালকেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘বিস্ময় প্রতিভা তাজিন্দরপাল সেরা পারফরম্যান্স দেখালেন। এশিয়ান গেমসে শট পাট ইভেন্টে পরপর ২ বার সোনা জেতার জন্য তাঁকে অভিনন্দন। তাঁর পারফরম্যান্স ব্যতিক্রমী। তিনি আমাদের সবাইকে মুগ্ধ করে দিয়েছেন। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’

 

 

হাংঝাউ এশিয়ান গেমসের অষ্টম দিন পুরুষদের লং জাম্পে রুপো পাওয়া মুরলীরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘অসামান্য সাফল্য এবং এশিয়ান গেমসে রুপো জেতার জন্য বিস্ময়কর লং জাম্পার মুরলী শ্রীশঙ্করকে অভিনন্দন। তিনি আগামী প্রজন্মের জন্য উদাহরণ তৈরি করলেন।’

 

 

এশিয়ান গেমসে অষ্টম দিনের শেষে ভারত ১৩টি সোনা, ২১টি রুপো এবং ১৯টি ব্রোঞ্জ-সহ মোট ৫৩টি পদক পেয়েছে। পদক তালিকায় ৪ নম্বরে ভারত।

আরও পড়ুন-

Asian Games 2023: মহিলাদের ১০০ মিটার হার্ডলসে রুপো 'বাতিল' জ্যোতি ইয়াররাজির

Asian Games 2023: ফাইনালে চিনের কাছে হার, পুরুষদের ব্যাডমিন্টনে রুপো ভারতের

Asian Games 2023: মাত্র ঊনিশেই জোড়া মেডেল! কেমন সেই অভিজ্ঞতা, জানালেন রমিতা